×

বিএনপি

এক বছরে বিএনপির আয় ১১ কোটি টাকা : রিজভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১১:৪৯ এএম

এক বছরে বিএনপির আয় ১১ কোটি টাকা : রিজভী

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবি : সংগৃহীত

২০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, ২০২৪ সালে তাদের মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা, আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। দলটির হাতে বর্তমানে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা উদ্বৃত্ত রয়েছে।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এর কাছে এই হিসাবপত্র জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী সাংবাদিকদের জানান, সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান থেকে দলের এ আয় এসেছে। আর ব্যয় হয়েছে মূলত ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহায়তা, দলীয় কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার ছাপানোসহ নানা খাতে।

আরো পড়ুন : ৭ শতাংশের এর নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, পূর্ববর্তী কমিশন ছিল সরকারের হাতের পুতুল। দিনের ভোট রাতে হয়েছে, মেরুদণ্ডহীন ও চাকরি-লোভী লোক দিয়ে ইসি গঠন করা হয়েছিল। কমিশন ছিল শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠান।

তবে নতুন কমিশনের প্রতি কিছুটা আশাবাদও প্রকাশ করেছেন রিজভী। তিনি বলেন, বিএনপি আশা করে, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা রাখবে। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করবে। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে এবং আস্থার প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

দেশের আইন অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বছর শেষের ছয় মাসের মধ্যে নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর বিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না জমা দিলে দলের নিবন্ধন বাতিলেরও সুযোগ রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৩৪

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৩৪

বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস চার্জিং ফোন বাংলাদেশে

টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস চার্জিং ফোন বাংলাদেশে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার

যুক্তরাষ্ট্র থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার

 চিকিৎসা শেষে বাড়ি ফিরল মাগুরায় ধ'র্ষণ চেষ্টার শিকার ৮ বছরের শিশু

চিকিৎসা শেষে বাড়ি ফিরল মাগুরায় ধ'র্ষণ চেষ্টার শিকার ৮ বছরের শিশু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App