শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা পেলেন কবি ও লেখক ড. আজিজুল আম্বিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা পেলেন কবি ও লেখক ড. আজিজুল আম্বিয়া
জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জে কবি আরিফ মঈনুদ্দীনের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব ২০২৪। অনুষ্ঠানে ছিল আলোচনা, স্বরচিত লেখাপাঠ, পুঁথিপাঠের আসর, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা ও সাহিত্য সম্মাননা প্রদান।
উক্ত অনুষ্ঠানে সিলেটের মৌলভীবাজার জেলার কৃতী সন্তান ড. আজিজুল আম্বিয়া লেখক ও গবেষক হিসেবে অর্জন করেছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা। ড. আজিজুল আম্বিয়া মৌলভীবাজার জেলার রাজনগর থানার ধাইসার গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: মৃত আব্দুল হাদী মাস্টার। মাতা: মৃত রহিমুন্নেছা জায়গীরদার। ছোটবেলা থেকে লেখালেখির হাতেখড়ি হলেও দেশপ্রেম, রাজনৈতিক ও মানবিক চেতনাবোধ থেকে বর্তমানে নিরন্তর লিখে যাচ্ছেন।
তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ভারত থেকে ২০২২ সালে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়া সাহিত্য ও সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজও করে যাচ্ছেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষি পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখেন। পেশাগত জীবনে লন্ডন প্রবাসী হয়েও দেশমাতৃকার ভালোবাসায় বাংলাভাষার কলম সৈনিক হিসেবে নিরলস লিখে যাচ্ছেন কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস ইত্যাদি।
পেশাগত কাজের পাশাপাশি বর্তমানে যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজ, দৈনিক বাংলা ও ভারতের জয় বাংলা পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি ও নিয়মিত কলাম লেখক। সমধারা সাহিত্য ম্যাগাজিনের উপদেষ্টা সম্পাদক। তিনি পূর্ব ও পশ্চিম বাংলার কবিদের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘দাঁড়াও সমূহ বিষাদ’, ‘ভালোবাসার কবিতা’ দুটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘ভালোবাসার স্বপ্ন বিলাস’, উপমা ভালোবাসা, গবেষণাগ্রন্থ ‘গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অন্বেষণ’ এবং তার সম্পাদিত মুজিব দ্য গ্রেট ইতোমধ্যে বেশ প্রশংসা অর্জন করেছে। ড. আজিজুল আম্বিয়া ইতোপূর্বে সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় সাহিত্য সম্মাননাসহ দেশ-বিদেশে অনেক সম্মাননা ও পুরস্কার।