×

ভিডিও

৭ দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Icon

হাসান শাব্বির

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৯:৫৩ পিএম

ইরান-ইসরায়েলের টানা ১২ দিনের সংঘাতের পর কেটেছে মাত্র এক সপ্তাহ। এ নিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এক বিস্ফোরক মন্তব্য করলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি। 

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন, এ যুদ্ধবিরতি বাহ্যিকভাবে শান্তির আভাস দিলেও, বাস্তবে তা হতে পারে পরবর্তী হামলার প্রস্তুতির সময়। 

এই পরিস্থিতিতে তেহরান থেকে আসা এ সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। সোমবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 

মোক্তাকি ইরানের কর্মকর্তাদের এ যুদ্ধবিরতি গুরুত্বের সঙ্গে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবেন। টানা ১২ দিনের সংঘাত শেষে গত ২৪ জুন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়। 

তবে যেকোনো সময় এই যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেকোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন বলে মনে করেন  এবং সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলাবার্দাও। ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালাতে প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহারের বিষয়ে ইসরায়েলি যে কোনো গতিবিধির ওপর নিবিড় নজর রাখছে তেহরান। 

সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ব্যতিক্রম ছাড়াই সব প্রতিবেশী দেশ আমাদের আশ্বস্ত করেছে, তারা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য ইহুদিবাদী সরকারকে তাদের স্থান বা ভূখণ্ডের অপব্যবহার করতে দেবে না। 

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে তেহরান। 

এছাড়া ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনই বন্ধ হবে না বলেও জানিয়েছেন। রোববার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পরমাণু অস্ত্রবিস্তাররোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত। সমৃদ্ধকরণ আমাদের অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই।

এদিকে ইরান-ইসরাইল উত্তেজনা কমাতে নতুন করে আলোচনার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে তেহরান জানিয়েছে, কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে তেহরানের ওপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

বন্ধ হয়ে গেল আইফেল টাওয়ার

বন্ধ হয়ে গেল আইফেল টাওয়ার

ফুসফুস পরিষ্কার রাখে যে ৫ প্রাকৃতিক উপাদান

ফুসফুস পরিষ্কার রাখে যে ৫ প্রাকৃতিক উপাদান

দায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

দায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App