অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার একটি জাতীয় উদ্যানে ভয়াবহ দাবানলে পুড়ছে সিঙ্গাপুরের আকারের একটি অঞ্চল। মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গ্র্যাম্পিয়ান্স ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর (১ লাখ ৮৩ হাজার একর) এলাকা দাবানলে পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজ্য নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন দেশটির দমকল কর্মীরা।
অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে লুক হেগার্টি বলেন, আমরা এমন একটি দাবানল নিয়ে কথা বলছি যা মোটামুটি সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলকে পুড়িয়ে দিয়েছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আসছে তবে গ্র্যাম্পিয়ানদের ৩৬০ কিলোমিটারেরও বেশি আয়তনের দাবানল নিয়ন্ত্রণ করতে সময় লাগবে।
পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়া গত সপ্তাহ থেকে চরম দাবানল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অসংখ্য দাবানল কয়েক ডজন গ্রামীণ সম্প্রদায়কে সরে যেতে বাধ্য করেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, উত্তর গোলার্ধের দেশগুলোতে যে সময় থেকে শীতকাল শুরু হয়, দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সে সময় গ্রীষ্মকালে প্রবেশ করে। গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় দাবানল প্রায় নিয়মিত একটি দুর্যোগ।
২০১৯-২০ সালের গ্রীষ্মে দাবানলে অস্ট্রেলিয়ায় তুরস্কের মোট আয়তনের সমপরিমাণ এলাকা আগুনে ভস্মিভূত হয়েছিল, যাতে নিহত হয়েছিলেন অন্তত ৩৩ জন। আর তুরস্কের আয়তন ৭ লাখ ৮৩ হাজার ৫৬০ বর্গকিলোমিটার।
আরো পড়ুন : অস্ট্রেলিয়ায় ইহুদি উপাসনালয়ের পর গাড়িতে আগুন