টি-টোয়েন্টি বিশ্বকাপ
নেপালকে উড়িয়ে শুভসূচনা জুনিয়র টাইগ্রেসদের

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুভসূচনা করেছে জুনিয়র টাইগ্রেসরা। বাঙ্গিতে গ্রুপ ‘ডি’-এর ম্যাচে নেপালকে ৫ উইকেটে পরাজিত করেছে সুমাইয়া-জুয়াইরিয়ারা। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে মাত্র ৫২ রানেই নেপালের মেয়েদের আটকে রাখে বাংলাদেশ। জবাবে ১৩.২ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল সকাল ৮টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
মালয়েশিয়ায় পরিষ্কার ফেবারিট ছিল বাংলাদেশের মেয়েরাই। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল জিতেছেও দাপট দেখিয়ে। বাঙ্গিতে গতকাল ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকেও শুরুতে একটা ঝড় সামলাতে হয়েছে। দলীয় ১১ রানেই যায় ৩ উইকেট। তবে সাদিয়া ইসলামের ১৬ ও অধিনায়ক সুমাইয়া আক্তারের ১২ রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। যদিও দুজনের কেউই ম্যাচ শেষ করতে পারেননি। বাকি কাজটা আফিয়া ইরা ও জান্নাতুল মাওয়া দ্রুতই সেরেছেন। তাতে ৪০ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
অনুষ্ঠিতে ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বোলাররা উইকেট তুলে নিতে শুরু করলে নেপাল ৩০ রানেই হারায় ৫ উইকেট। এর মধ্যেই একটি ছিল নেপাল অধিনায়ক পূজা মাহোতার। নেপালকে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল পূজার। বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছিলেন ৬৯ বলে ১৩০ রানের ইনিংস। সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পথে ৪৭ রানের ইনিংস খেলেন পূজা। নেপালের এই মূল ব্যাটার হন রানআউট। বাংলাদেশের কোনো বোলার একগাদা উইকেট নেননি। দুই উইকেট শিকার করেন কেবল জান্নাতুল মাওয়া। ভালো বোলিং করেন বাকি সবাই। তবে নেপালের সর্বনাশ হয় রানিং বিটুউইন দ্য উইকেটে। রান আউট হন তাদের পাঁচ ব্যাটার। নেপালের গোটা ইনিংসে বাউন্ডারি ছিল কেবল তিনটি। শেষ পর্যন্ত ৫২ রানে আটকে যায় নেপাল। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত আনিসা।
ডি গ্রুপের অন্য ম্যাচে গতকাল স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পরের লড়াই আগামীকাল অজি মেয়েদের সঙ্গেই। এদিকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মেয়েদের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। একই ঘটনা হয়েছে সামোয়া এবং নাইজেরিয়ার মধ্যকার ম্যাচেও। সেই ম্যাচে টস পর্যন্ত হয়নি। পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটিও পরিত্যক্ত হয়। এছাড়া গ্রুপ ‘সি’-এর হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের মেয়েদের ২২ রানের হারিয়েছে প্রোটিয়ারা মেয়েরা। গত বছর বড়দের বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়া মেয়েদের হারিয়ে বিশ্বকাপ জয় করে নিয়েছিল কিউই মেয়েরা।
এদিকে বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ক্রিকেট খেলছে মেয়েরা। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে। সেই হিসাবে প্রথমবার বিশ্বকাপ খেলা নেপালের বিপক্ষে হয়তো সহজ জয়েরই প্রত্যাশা ছিল বাংলাদেশের। এশিয়া কাপের সেমিফাইনালেও নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। এবার চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালের টিকেট পাবে। ৩১ জানুয়ারি সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের কৃতিত্ব আগে করে দেখিয়েছিলেন টাইগাররা। এবার সেই সুযোগটি রয়েছে এবার জুনিয়র টাইগ্রেসদের সামনে। টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার ‘এ’ গ্রুপে বাংলাদেশ দলের তিন প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। দিলারা, স্বর্ণা ও সুমাইয়াদের সেই অনূর্ধ্ব-১৯ দল নিজেদের তিন ম্যাচই জিতে হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন। সুপার সিক্সে গ্রুপ ওয়ানে ছয় দলের মধ্যে তৃতীয় হয়ে রান রেটে বাদ পড়েছিল বাংলাদেশ। দলপতি সুমাইয়া বলেন, ‘অস্ট্রেলিয়া বা অন্য যে দলই হোক আমরা আমাদের খেলা খেলব। আমরা মনে করি বরং অস্ট্রেলিয়াই আমাদের ভয় পাবে।’ গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে হেরেছিল তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক সুমাইয়া আক্তার বলেছিলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ সামনে এগোতে চাই। আমাদের দলটা অনেক ভালো। দলের শক্তির জায়গা কোনটি আমরা তা জানি। সুতরাং নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু হবে আশা করছি।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়েই আগামীকাল বাঙ্গি ওভালে মাঠে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি শুরু হবে সকাল ৮টায়।