সৌদিতে খোলামেলা পোশাকে ফ্যাশন শো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

সেলিন ডিওন, জেনিফার লোপেজ, হ্যালি বেরিদের মতো একঝাঁক তারকাকে নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হলো জমকালো ফ্যাশন শো। গত ১৩ নভেম্বর সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারকারা জড়ো হন রিয়াদের এক অভিজাত হোটেলে। লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি এই অনুষ্ঠানে এসব পশ্চিমা তারকার জমকালো উপস্থিতি দেখা যায়।
এদিন মঞ্চে এলি সাবের ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হয়েছিলেন মডেলরা, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের লোককাহিনি ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। রানওয়ের নির্দেশনায় ছিলেন ফরাসি ভোগ ম্যাগাজিনের সাবেক সম্পাদক ক্যারিন রইটফেল্ড।
উল্লেখ্য, এলি সাবের এই ফ্যাশন শোটি ছিল সৌদি আরবে এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক। আরব নিউজের এক প্রতিবেদন বলছে, ইসলামি বিধি-নিষেধের মধ্যে থাকা সৌদি আরবে এমন একটি ফ্যাশন শো সত্যিই অবাক করা ঘটনা। খোলামেলা পোশাকে সৌদিতে এবারই প্রথমবার মঞ্চ আলো ছড়ালেন লোপেজ, ক্যামিলা কাবেলো, ন্যান্সি আজরাম, আমর দিয়াব ও কিংবদন্তি সেলিন ডিওনের মতো তারকারা।