×

খেলা

চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করে নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৫:০১ পিএম

চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করে নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

ছবি: সংগৃহীত

   

জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে অন্তর্বর্তী হেড কোচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। তার সঙ্গে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বিসিবিতে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এসব ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বেশ কিছু ব্যাপার নিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়ে হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়েছে। নতুন কোচ হিসেবে ফিল সিমন্স দায়িত্ব পালন করবেন। ক্যারিবিয়ান এই কোচের সঙ্গে আপাতত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়েছে।

সাবেক অলরাউন্ডার সিমন্স কোচ হিসেবে ক্রিকেট বিশ্বে দারুণ পরিচিত নাম। দুই দফায় উইন্ডিজ জাতীয় দলের কোচ ছিলেন তিনি। তার কোচিংয়েই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্যারিবীয়রা। এর আগে-পরে মিলিয়ে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের প্রধান কোচ ছিলেন সিমন্স। ব্যাটিং কোচ ছিলেন আফগানিস্তান দলের। এছাড়া নানা সময়ে বিভিন্ন দলের পরামর্শক ও বিশেষজ্ঞ কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় প্রধান কোচসহ নানা ভূমিকায় কাজ করেছেন। তার নতুন চ্যালেঞ্জ এবার বাংলাদেশে।

উল্লেখ্য, প্রথম ধাপের মতো বাংলাদেশে চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ও শেষ হলো মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার মাত্র ৫ দিন আগে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আগের দফায় হাথুরুসিংহে নিজেই বাংলাদেশের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই দফায় দুই বছরের চুক্তির ৫ মাস বাকি থাকতেই চাকরি হারালেন ৫৬ বছর বয়সী কোচ।

গত আগস্টে ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পরই হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে। আগে থেকেই হাথুরুসিংহের প্রবল সমালোচকদের একজন ছিলেন ফারুক আহমেদ। নানা সময়েই কোচের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। বিসিবি সভাপতি হওয়ার পর গত প্রায় ২ মাসে নানা সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে নিয়ে নিয়মিতই প্রশ্ন শুনতে হয়েছে ফারুক আহমেদকে। পরিপ্রেক্ষিতে তিনি বারবার অনুরোধ করেন অপেক্ষা করতে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App