ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা ও কয়েকটি প্রশ্ন

হাবিবুর রহমান জুয়েল
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

ভারসাম্যহীন তোফাজ্জল নিয়ে লিখেছেন হাবিবুর রহমান জুয়েল
আমি কয়েকটি প্রশ্ন করবো, ভারসাম্যহীন তোফাজ্জল এফএইচ হলে কেন এলো? কিভাবে এলো? কার সাথে এলো? কে তাকে প্রথম দেখেছে? কে তাকে প্রথম চোর বলে আখ্যায়িত করেছে? কে তার গায়ে প্রথম হাত তুলেছে? ডিবি হারুনের স্টাইলে কেন তাকে ভাত খাওয়ানো হলো?
ঢাবির ইতিহাসে আজ পর্যন্ত কোন চোরকে পিটিয়ে হত্যা করার রেকর্ড নেই। সেখানে তাকে আটকে রেখে টাকা পর্যন্ত নাকি চাওয়া হয়েছে। তোফাজ্জল সংশ্লিষ্ট অতীত কয়েকটি ভিডিও কে বা কারা ঘটনার পরপরই ফেসবুকে ছেড়েছে?
হতে পারে আগে থেকে ই এগুলো সংরক্ষিত ছিল।
তোফাজ্জল একটি ইমোশনাল “সাবজেক্ট”। তার হিস্ট্রি খুব ই আবেগপূর্ণ। এরকম একটি সাবজেক্ট এই মূহুর্তে ঢাবিতে কেন এসে এরকম একটি ঘটনার জন্ম দিল? এরকম একটি “ইমোশনাল” সাবজেক্ট খুঁজে বের করতে কোন বড় ধরণের এজেন্সি কাজ করেছে কি না?
তোফাজ্জল না হলে, ঘটনাটা দেশবাসীকে এভাবে নাড়া দিত না। অনেকগুলো “ডট” এখানে রয়েছে। ডটগুলো মিলান।
তোফাজ্জল ইস্যু, ঢাবিকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করা, জাতীয় ইস্যুতে আপাতত শিক্ষার্থীদের মনোবল দুর্বল করা। দেশে অনেক বড় ধরণের একটি গেইম হবে, খাতা কলম নিয়ে লিখে রাখুন। তোফাজ্জলকে চোর বানিয়ে ঢাবিতে পিটিয়ে মারা হয়েছে। অপর দিকে পাহাড়ে একজন বাঙ্গালিকে চোর বানিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
দুটো ঘটনার মিল থাকা অস্বাভাবিক নয়। আর এই ঘটনার সাথে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা যুক্ত থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। তাদের আন্তর্জাতিক প্লান আমাদের চিন্তারও বাইরে। আরেকটি ঘটনা মিলান, বাইতুল মোকাররমকে অস্থিতিশীল করার জন্য সাবেক খতিব আজকে কাদের ইশারায় হঠাৎ করে মসজিদে ঢুকলো? যে কিনা এতদিন পলাতক ছিল।
পুরো দেশে সেই গোয়েন্দা সংস্থাটির কার্যক্রম চলছে পুরো দমে।
প্রিয় দেশবাসী, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। একের পর এক ঘটনা ঘটিয়ে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলবে অন্তত আগামী কয়েক মাস।