×

রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদল নেতাকর্মীদের ঢল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৪:৩৩ পিএম

বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদল নেতাকর্মীদের ঢল

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে নেতা-কর্মীদের ঢল নেমেছে। শাহবাগ চত্বরে টিএসসি’র দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশ স্থলে অবস্থান করছেন। 

নেতা-কর্মীদের মিছিলে এরই মধ্যে আশপাশের সব রাস্তা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই সারাদেশের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হচ্ছেন। সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় ও শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। 

এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে। সংগঠনের নেতা-কর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পরে সমাবেশস্থলে আসছেন। 

তাদের হাতে ছাত্রদল ও বিএনপি’র দলীয় পতাকা হাতে শোভা পাচ্ছে। সমাবেশস্থলে ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা।

কুমিল্লা থেকে এসেছেন ছাত্রদল নেতা জহিরুল ইসলাম। গণ-অভ্যুত্থানে আহত হয়েছেন তিনি। ছাত্রদলের এই নেতা বলেন, বাংলাদেশের সকল মানুষকে মুক্ত করার ও ফ্যাসিবাদের পতনের লড়াইয়ের অংশ হতে পেরেছি। এটি আমাদের জন্য গর্বের বিষয়। রাজধানীর রামপুরা থেকে এসেছেন আরমান। তিনি ছাত্রদলের কর্মী। 

আরমান বলেন, দেশকে স্বৈরাচারমুক্ত করতে রাজপথে লড়াই করতে গিয়ে গ্রেফতার হয়ে কারাবরণ করেছি। পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। তিনি আরো বলেন, চব্বিশের ৫ আগস্ট আমরা বিজয় অর্জন করেছি।  এ আন্দোলনে আমরা হাজারো ভাইকে হারিয়েছি। আমাদের অসীম ত্যাগ শিকার করতে হয়েছে। এ বিজয় ধরে রাখতে ঐক্য ও সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করাই এখন দাবী।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি’র কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তৃতা করবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। সঞ্চালনা করবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

পিটার হাসের সঙ্গে হাসনাতদের গোপন বৈঠক নিয়ে যা ভাবছে সাধারণ নাগরিক

পিটার হাসের সঙ্গে হাসনাতদের গোপন বৈঠক নিয়ে যা ভাবছে সাধারণ নাগরিক

ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

 সংবিধান বাতিলের বিপক্ষে কথা বলায় লাঞ্ছিত হলেন হানিফ বাংলাদেশি

সংবিধান বাতিলের বিপক্ষে কথা বলায় লাঞ্ছিত হলেন হানিফ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App