×

রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের ছবি দেখাতে পারবেন না জামায়াত–শিবিরের নেতারা: ছাত্রদল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৪৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের ছবি দেখাতে পারবেন না জামায়াত–শিবিরের নেতারা: ছাত্রদল

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতারা জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান আন্দোলনে নিজেদের অংশগ্রহণের কোনো প্রমাণ দেখাতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। বুধবার (১৬ জুলাই) বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকায় শহীদদের স্মরণে আয়োজিত ছাত্রদলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নাছির উদ্দীন বলেন, এক বছর হয়ে গেলেও জামায়াত-শিবিরের নেতারা জুলাই-আগস্টের আন্দোলনের কোনো ছবি দেখাতে পারেননি। অথচ ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী শহীদ হয়েছেন। গুপ্ত এই সংগঠনের অংশগ্রহণ প্রমাণ করতে পারলে, তারা যা বলবেন, আমরা মেনে নেব।

কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে যে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। না হলে ছাত্রদল বসে থাকবে না। শফিকুল ইসলামের বক্তব্যে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের প্রতিধ্বনি শোনা গেছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, চট্টগ্রাম, কক্সবাজার ও রাজশাহীতে খুন, শিক্ষাপ্রতিষ্ঠান দখলসহ নানা অপকর্মে জড়িত জামায়াত-শিবির। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে শিবির মব তৈরি করেছে। এরা ষড়যন্ত্র করে ছাত্রদলের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। ইতোমধ্যে ১ হাজার ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি করেছে ছাত্রদল এবং আরও আড়াই হাজারে কমিটি গঠনের কাজ চলছে।

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার নিন্দা জানিয়ে নাছির উদ্দীন বলেন, ১৬ জুলাইয়ের মতো স্পর্শকাতর দিনে গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচি নেওয়া কতটা সঠিক হয়েছে, সেটা সময়ই বলবে। কর্মীদের ঝুঁকিতে ফেলে যদি নেতৃত্ব পালিয়ে থাকে, সেটাও চিন্তার বিষয়।

সমাবেশে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫০

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫০

সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার

সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

এনবিআরে আন্দোলনে রাজস্ব আদায়ে বড় ক্ষতি

এনবিআরে আন্দোলনে রাজস্ব আদায়ে বড় ক্ষতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App