×

রাজনীতি

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্ব শুরু করেছে শিবির: ছাত্রদলের সাধারণ সম্পাদক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৪:৫৭ পিএম

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্ব শুরু করেছে শিবির: ছাত্রদলের সাধারণ সম্পাদক

ছবি: সংগৃহীত

ছাত্রশিবির প্রতিটি ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে নাছির বলেন, চট্টগ্রামে আপনারা দেখেছেন নারী শিক্ষার্থীদের ওপর কীভাবে হামলা করা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। শিবির শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে নিজেদের ছাত্রলীগের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করছে।

তিনি বলেন, শিবির প্রতিটি ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে ৫ আগস্টের পর থেকে, তা আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় বলে আসছে, গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদের চরমভাবে যে বিভ্রান্ত করা হচ্ছে, তা স্পষ্ট হচ্ছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ক্যাম্পাসে দখলদারিত্ব শুরু করেছে ছাত্রশিবির। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি, একটি গণতান্ত্রিক মিছিলে তারা হামলা করেছে। চট্টগ্রামে নারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনের মিছিলে প্রকাশ্যে হামলা করার প্রচেষ্টা করেছিল।

শিবির শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা মনে করি, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। কোনো গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা উচিত নয়। শিবির কথিত সাধারণ শিক্ষার্থী শব্দটি ব্যবহার করে সামগ্রিকভাবে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের চরমভাবে বিভ্রান্ত করে।

নাছির বলেন, আপনারা দেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু তার বিপরীতে ছাত্রদলের ওপর হামলা হয়েছে। হামলাকে কেন্দ্র করে একটি মব তৈরি করে উপাচার্যকে সরিয়ে দেয়া হয়েছে।

শিবির তাদের নেতাদের মুক্তির দাবি ছাড়া গত ১৭ বছরে অন্য কোনো গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিল না দাবি করে তিনি বলেন, বিগত দিনগুলোতে শিবির শুধু তাদের নেতাদের মুক্তির আন্দোলনে শরিক হয়েছে। তারা গণতান্ত্রিক আন্দোলনের সেভাবে সম্পৃক্ত হয়নি। ভোটাধিকারের লড়াইয়ে তাদের সম্পৃক্ত হতে দেখা যায়নি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়ংকর এক নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’ নিয়ে আসছে চীন!

ভয়ংকর এক নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’ নিয়ে আসছে চীন!

পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে গরম জুন মাস

পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে গরম জুন মাস

নতুন প্লাজমা ডিভাইস তৈরি করেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা

নতুন প্লাজমা ডিভাইস তৈরি করেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা

‘যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো, তোমরা শান্তি পাবে না’, আওয়ামী লীগকে শফিকুল আলম

‘যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো, তোমরা শান্তি পাবে না’, আওয়ামী লীগকে শফিকুল আলম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App