×

অন্যান্য

হামলার শিকার একই স্থানে গুলিবিদ্ধ হওয়া এনসিপি নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৮:১০ এএম

হামলার শিকার একই স্থানে গুলিবিদ্ধ হওয়া এনসিপি নেতা

আহত তানভির কাদের শিকদার। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র প্রচারণাকালে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন এনসিপির সংগঠক মো. তানভির কাদের শিকদার।

তানভির কাদেরের দাবি, ২০২৪ সালে যে স্থানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, শনিবার ঠিক একই জায়গায় আবারও হামলার শিকার হয়েছেন তিনি।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জলদী এলাকায় এই ঘটনা ঘটে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়।

আহত তানভির কাদের শিকদার বলেন, শনিবার সকাল থেকে আমরা ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে এলাকায় প্রচারণা চালাচ্ছিলাম। রাতে হঠাৎ করে গাড়ি থামিয়ে বিএনপির নেতাকর্মীরা আমাকে গাড়ি থেকে নামিয়ে নেয়। এরপর আমাদের ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয় এবং আমাকে বেধড়ক মারধর করে। হামলার পর রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে যাই।

আহত তানভির আরো বলেন, আমি এখানেই একবার গুলিবিদ্ধ হয়েছিলাম। ভেবেছিলাম, সেই দুঃসহ স্মৃতি আর ফিরে আসবে না। কিন্তু আজ একই স্থানে আবারও হামলার শিকার হলাম।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, জুলাই পদযাত্রার প্রচারণার সময় বিএনপির নেতাকর্মীরা জলদী এলাকায় এসে আমাদের ব্যানার কেড়ে নেয়। আমরা প্রতিবাদ করলে তানভির কাদের শিকদারকে মারধর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, হামলার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দলের নেতারা বলছেন, ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে এনসিপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকায় প্রচারণায় নেমেছেন। এরই অংশ হিসেবে বাঁশখালীতে এই কর্মসূচি চলছিল। তবে হামলার ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষের সময় নির্ধারণ

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষের সময় নির্ধারণ

ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই, ভোটকেন্দ্র নিয়ে নতুন সিদ্ধান্ত

ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই, ভোটকেন্দ্র নিয়ে নতুন সিদ্ধান্ত

অস্ত্রের লাইসেন্স পেতে কঠিন শর্ত দিলো সরকার

অস্ত্রের লাইসেন্স পেতে কঠিন শর্ত দিলো সরকার

টানা বৃষ্টিতে পাকিস্তানে ভয়াবহ বন্যা, মৃত্যু ২০০ ছাড়িয়েছে

টানা বৃষ্টিতে পাকিস্তানে ভয়াবহ বন্যা, মৃত্যু ২০০ ছাড়িয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App