×

পাকিস্তান

রাজনৈতিক দল গড়লেন ইমরান খানের সাবেক স্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৮:৪৫ এএম

রাজনৈতিক দল গড়লেন ইমরান খানের সাবেক স্ত্রী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার সাবেক স্ত্রী রেহাম খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী, সাংবাদিক ও লেখক রেহাম খান নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। নতুন এই রাজনৈতিক দলের নাম ‘পাকিস্তান রিপাবলিকান পার্টি’।

মঙ্গলবার (১৫ জুলাই) করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলের নাম এবং লোগোর ঘোষণা দেন তিনি। খবর জিও নিউজের।

সংবাদ সম্মেলনে রেহাম বলেন, আমি আগে কখনও কোনো রাজনৈতিক পদ গ্রহণ করিনি। একবার শুধু একজন ব্যক্তির জন্য (ইমরান খান) একটি দলে যোগ দিয়েছিলাম। কিন্তু আজ আমি আমার নিজের রাজনৈতিক দল গঠন করেছি।

রেহাম খান জানান, তার নতুন দল জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং শাসকগোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনবে। বিশেষ করে নারী ও কৃষক সমাজের উন্নয়নে প্রয়োজনীয় আইনি সংস্কারের জন্য লড়াই চালিয়ে যাবে দলটি।

পাকিস্তানের অবকাঠামো ও মৌলিক সেবার দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০১২ থেকে ২০২৫- এই সময়ে যে পাকিস্তান দেখেছি, সেখানে এখনো বিশুদ্ধ পানি ও মৌলিক স্বাস্থ্যসেবার অভাব রয়েছে। এটি আর মেনে নেওয়া যাবে না।

আরো পড়ুন : পিটিআইয়ের আন্দোলনে যোগ দিচ্ছেন ইমরান খানের দুই ছেলে

বর্তমান শাসনব্যবস্থার কড়া সমালোচনা করে রেহাম বলেন, আমার দল জনগণের ক্রমবর্ধমান অসন্তোষেরই প্রতিক্রিয়া। এটি শুধু রাজনৈতিক দল নয়, এটি রাজনীতিকে সেবায় রূপান্তরিত করার একটি আন্দোলন।

তিনি পাকিস্তানের পরিবারতান্ত্রিক রাজনীতিকেও আক্রমণ করে বলেন, মাত্র পাঁচটি পরিবার কীভাবে বিধানসভায় বসে আছে— আমরা সেই ব্যবস্থা ভেঙে দিতে এসেছি।

নতুন দল গঠনে কোনো প্রকার ‘বহিরাগত আশীর্বাদ’ বা রাজনৈতিক সুবিধা গ্রহণের ইঙ্গিত নাকচ করে রেহাম খান আরো বলেন, আমরা এখানে ব্যক্তিগত সাম্রাজ্য গড়তে আসিনি। আমাদের দলের কেউ একসঙ্গে চারটি আসনে দাঁড়াবে না, আর রাজনৈতিক খেলা খেলতেও আসিনি।

উল্লেখ্য, রেহাম খান একজন পাকিস্তানি-ব্রিটিশ সাংবাদিক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা। ২০১৫ সালের জানুয়ারিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক ক্রিকেটার ইমরান খানের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তবে একই বছরের অক্টোবরে তাদের বিচ্ছেদ ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে: অন্তর্বর্তী সরকার

গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে: অন্তর্বর্তী সরকার

গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

মুজিববাদীরা বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে জবাব দেয়া হবে: নাহিদ ইসলাম

মুজিববাদীরা বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে জবাব দেয়া হবে: নাহিদ ইসলাম

গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এনসিপি নেতারা

গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এনসিপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App