×

জাতীয়

মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে: নাহিদ ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৬:০২ পিএম

মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে। আমরা বলেছি, বাংলাদেশে একটি নতুন সংবিধান লাগবে। আওয়ামী লীগ ও মুজিববাদী সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে। সেই সংবিধান আপনার, আমার অধিকার রক্ষা করতে পারেনি। সে সংবিধান আমাদের মানবাধিকার রক্ষা করতে পারেনি। যে সংবিধান জনগণের সংবিধান নয়, সে সংবিধান রাখার মানে হয় না।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিচার, সংস্কার ও নতুন সংবিধান, এই তিন দাবিতে মাসব্যাপী সারাদেশে পদযাত্রা করছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ তৃতীয় দিনে নীলফামারী পৌঁছেছেন এনসিপির নেতারা। এসময় নীলফামারীর চৌরঙ্গী মোড় এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ছোট ছোট বাচ্চারা যদি সাহস করে বুলেটের সামনে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আমরা যারা বেঁচে আছি তারা কী একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো না?

পঞ্চগড়ের শহীদ রুবেলের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রুবেল ক্লাস সেভেনে পড়তো। সে অন্যায়ের বিরুদ্ধে পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল। ছোট ছোট বাচ্চারা এই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে একটি সুন্দর বাংলাদেশের জন্য। যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না, অর্থনৈতিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন, খাবারের অধিকার পাবেন, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পাবেন। যে বাংলাদেশে আপনার আর দুর্নীতির শিকার হতে হবে না। এমন একটি বাংলাদেশের জন্যই আমাদের ভাই-বোনেরা জীবন দিয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের পর যদি আমাদের সব দাবি পূরণ হয়ে যেত, তবে আমাদের আর রাজনৈতিক দল গঠন করা লাগতো না। আমরা অবশ্যই একটি নির্বাচিত সরকার চাই। তবে এই অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আমরা কথা দিয়ে যাচ্ছি, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা তা আমরা পূরণ করবো। মাসব্যাপী সারাদেশে ঘুরে ঘুরে সবার আশা-আকাঙ্ক্ষার কথা শুনবো। আর ৩ আগস্ট আমরা আপনাদের সমস্যাগুলো তুলে ধরে জাতির সামনে ইশতেহার দেব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেসিআই মানিকগঞ্জের ট্রেজারার হলেন আর.কে. জ্যান

জেসিআই মানিকগঞ্জের ট্রেজারার হলেন আর.কে. জ্যান

পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট

পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট

অন্যায় করে ফেলছি, ভাই মাফ করা যায় না? ঘুষ নেওয়ার পর ওসি লিটন

অন্যায় করে ফেলছি, ভাই মাফ করা যায় না? ঘুষ নেওয়ার পর ওসি লিটন

টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে এক নারীর উদ্দাম নৃত্য, ভিডিও ভাইরাল

টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে এক নারীর উদ্দাম নৃত্য, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App