×

জাতীয়

১৬ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭ এএম

১৬ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল

পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ফলে এখন থেকে পাসপোর্টে পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স আর লাগবে না।

বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে বরাদ্দ বাতিল করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নয়নে বরাদ্দ করা ২৯ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্য নির্ধারিত বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে ভারতের ২১ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল ঘোষণা করা হয়।

মোদির সফরেও হাতকড়া, শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হাতকড়া-শিকল বিতর্ক এবারো পিছু ছাড়লো না। দেশটি থেকে ফেরা এক ভারতীয় দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তা-ই নয়, তাদের পা-ও বেঁধে রাখা ছিল শিকলে।

ট্রেনে উঠতে হুড়োহুড়ি, স্টেশনে পদদলিত হয়ে নিহত ১৮

ভারতের নয়াদিল্লি রেলস্টেশনে যাত্রীদের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে চার শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকেই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করলো যুক্তরাষ্ট্র

ভারত ও বাংলাদেশের জন্য নির্ধারিত বড় ধরনের সহায়তা কর্মসূচি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বরাদ্দকৃত ২৯ মিলিয়ন ডলার এবং ভারতের নির্বাচনী অংশগ্রহণ বৃদ্ধির জন্য বরাদ্দকৃত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।

স্টারলিংক ও বাংলাদেশ ইন্টারনেট

বাংলাদেশে ইন্টারনেটের শুরুটা হয় স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ১৯৯৬ এর দিকে। কয়েক কেবিপিএস ইন্টারনেট নিয়ে সেটাকে টেলিফোন ডায়ালআপ এর মাধ্যমে বাসাবাড়ি ও অফিস এ পৌঁছানো হতো। বিটিআরসি ইন্টারনেট কোম্পানির লাইসেন্স শব্দটার জন্মও তখন। 

শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ: প্রেস সচিব

জাতিসংঘ সম্প্রতি জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের ঘটনাবলি প্রকাশ করেছে, যেখানে শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পদক্ষেপের বিষয়টি তুলে ধরা হয়েছে। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ক্যারিয়ারও শেষ হয়ে গেছে। এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

পদত্যাগ ও দল গঠনের বিষয়ে যা বললেন নাহিদ ইসলাম

দেশে নতুন রাজনৈতিক দলের উত্থানের ইঙ্গিত মিলছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই তিনিসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন। আর এ মাসের শেষেই ঘোষণা আসতে পারে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের।

আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলাই সনদ তৈরি করা: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত লক্ষ্য হলো সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটা সনদ তৈরি করা। সেটাই হবে জুলাই সনদ। এটি তৈরির পর বাস্তবায়নের পথ বের হয়ে যাবে।

যে কারণে বিদেশি নেতাদের সঙ্গে বৈঠকসহ কর্মস্থলে সন্তানদের নিয়ে যান ইলন মাস্ক

বিদেশি নেতাদের সঙ্গে বৈঠকসহ স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ পর্যন্ত, প্রায় সব জায়গাতেই ইলন মাস্কের সন্তানদের দেখা যায়। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মাস্ক। তখনও সঙ্গে ছিল তার যমজ সন্তান অ্যাজুর ও স্ট্রাইডার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদযাত্রা যানজটমুক্ত করতে পশুবাহী গাড়ি  চলবে মহাসড়কের বাম পাশ দিয়ে

ঈদযাত্রা যানজটমুক্ত করতে পশুবাহী গাড়ি চলবে মহাসড়কের বাম পাশ দিয়ে

বৈরী আবহাওয়ার কবলে দেশ, চার জেলায় বন্যার শঙ্কা

বৈরী আবহাওয়ার কবলে দেশ, চার জেলায় বন্যার শঙ্কা

উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের

উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের

ইশরাকের রায়ের বিরুদ্ধে আপিল না করে গেজেট প্রকাশ

ইশরাকের রায়ের বিরুদ্ধে আপিল না করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App