×

জাতীয়

পেঁয়াজের রপ্তানি মূল্য ১০০ ডলার কমালো ভারত, কবে থেকে কার্যকর?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

পেঁয়াজের রপ্তানি মূল্য ১০০ ডলার কমালো ভারত, কবে থেকে কার্যকর?

ছবি : সংগৃহীত

   

ভারত নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির রপ্তানি মূল্য হ্রাস করেছে। রবিবার (৫ জানুয়ারি) দেশটির মূল্য নির্ধারণী সংস্থা সন্ধ্যায় ঘোষণা করেছে, প্রতিটন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৪০৫ মার্কিন ডলার থেকে কমিয়ে ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর হয়েছে।  

ভারতীয় অংশের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল সরকার জানান, এতদিন ৪০৫ ডলারের কম মূল্যে কোনো এলসি নেয়া ছিল না ভারতের। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিটন পেঁয়াজ ৩০৫ ডলারে আমদানি করা যাবে। তবে রপ্তানি শুল্কের হার অপরিবর্তিত থাকছে।  

দাম কমার সম্ভাবনা নিয়ে আশাবাদী আমদানিকারকরা  

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন জানান, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে ভারত সরকার রপ্তানি নিরুৎসাহিত করতে রপ্তানি মূল্য বাড়িয়ে দেয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছিল।  

এদিকে, নতুন মুড়িকাটা জাতের পেঁয়াজ দেশের বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় মূল্য কিছুটা কমেছে। ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকরা লোকসানের মুখে পড়েন। এর ফলে বন্দরে পেঁয়াজের লোডিং কমিয়ে দেয়া হয়, যার প্রভাব আমদানির ওপর পড়েছে।  

ভারতে সরবরাহ বৃদ্ধি, কৃষকদের বিক্ষোভ  

ভারতের বিভিন্ন রাজ্যে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশটিতে পণ্যটির দাম কমতে শুরু করেছে। এ অবস্থায়, ভারতীয় কৃষকরা লোকসানের আশঙ্কায় বিক্ষোভ করছেন। রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ভারত সরকার রপ্তানি মূল্যে এই পরিবর্তন এনেছে।  নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক ট্রাক পেঁয়াজ আমদানিতে ভারতকে ৫০ হাজার রুপি কম শুল্ক পরিশোধ করতে হবে। কেজি প্রতি পেঁয়াজের দাম ২ রুপি কমে যাওয়ায় এক ট্রাক পেঁয়াজ আমদানিতে ৪ লাখ টাকা পর্যন্ত খরচ সাশ্রয় হবে বলে ধারণা করছেন আমদানিকারকরা।  

বিশ্লেষকদের মতে, এই রপ্তানি মূল্য হ্রাসের ফলে দেশের বাজারে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাবে এবং দাম আরো নিয়ন্ত্রণে আসবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App