ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিবিপ্রধান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:১২ পিএম

ছবি: ভোরের কাগজ
চট্টগ্রাম যাওয়ার জন্য ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে উড়ানের অপেক্ষা করছিলেন। এর মধ্যেই আচমকা গ্রেপ্তার হলেন আলোচিত সন্ন্যাসী ও ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস (চিন্ময় প্রভু)। তিনি আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। চিন্ময় কৃষ্ণ দাস সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।
সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তিনি শান্ত ছিলেন এবং ডিবি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ করেননি। তবে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম উত্তাল হয়েছে। আর রাতে ঢাকার শাহবাগে সনাতনীদের অবরোধ কর্মসূচিতে স্থানীয়রা হামলা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় সাধারণ সনাতনীরা আন্দোলন শুরু করলেও ইসকন এখনো কোনো কর্মসূচি দেয়নি। ঢাকায় ইসকনের মুখপাত্র জয় মহাপ্রভু দাস ভোরের কাগজকে বলেন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে কর্মসূচি দেয়া হবে কি না তা ইসকনের ঊর্ধ্বতনরা এখনো জানাননি।
ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয় তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি এই গোয়েন্দা কর্মকর্তা। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উনাকে আটক করা হয়েছে। উনার নামে যে মামলা রয়েছে, সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
তবে সংশ্লিষ্টরা ধারণা করছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্রমেই সংখ্যালঘু হিন্দুদের ওপর দমন-পীড়নের নানা ঘটনা প্রকাশ্যে আসায় পাল্টা প্রতিবাদে সামিল হয়েছেন হিন্দুরা। এই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছিল সনাতনী জাগরণ মঞ্চ। এই মঞ্চের মাধ্যমে এরই মধ্যে চট্টগ্রাম ও রংপুরে দুটি বড় সমাবেশ হয়েছে। পরবর্তী সমাবেশ আগামী ডিসেম্বরে খুলনায় হওয়ার কথা। সমাবেশ দুটির নেতৃত্ব দিচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। সর্বশেষ গত শুক্রবার রংপুরের সমাবেশে হিন্দু মন্দিরের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি মঞ্চ থেকে তিনি ‘হিন্দুদের ঐক্যবদ্ধ’ হওয়ার ডাক দেন। এরপরই তাকে গ্রেপ্তার হতে হয়।