×

জাতীয়

শীর্ষ করদাতা ও ‘হাকিমপুরী জর্দা’র মালিক কাউছ মিয়া মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৭:৫৮ পিএম

শীর্ষ করদাতা ও ‘হাকিমপুরী জর্দা’র মালিক কাউছ মিয়া মারা গেছেন

ছবি: সংগৃহীত

   

জনপ্রিয় হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী ব্যবসায়ী ও দেশের শীর্ষ করদাতা মো. কাউছ মিয়া মারা গেছেন । সোমবার (২৪ জুন) রাত পৌনে ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। তিনি স্ত্রী, আট ছেলে ও আট মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

কাউছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৫ জুন) বাদ জোহর ঢাকার আরমানীটোলা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। 

গুলশান-বনানী কিংবা মতিঝিলে শীতাতপ নিয়ন্ত্রিত চেম্বার নেই কাউছ মিয়ার। পুরান ঢাকার আগা নওয়াব দেউড়ি রোডে হাকিমপুরী জর্দার কারখানার একটি কক্ষই তার ‘চেম্বার’। গুলশান-বনানী, মতিঝিলের ডাকসাইটে ব্যবসায়ীদের পেছনে ফেলে পুরান ঢাকার এ ব্যবসায়ী প্রতিবছর সর্বোচ্চ করদাতা হন। ২০০৮ সাল থেকে টানা ১৫ বছর তিনি সর্বোচ্চ করদাতা।

উল্লেখ্য, কাউছ মিয়া ১৯৫৮ সালে কর দেয়া শুরু করেন। ২০১৯ সালে এনবিআরের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘আগে টাকাপয়সা এখানে-সেখানে রাখতাম। এতে নানা ঝামেলা ও ঝুঁকি থাকত। ১৯৫৮ সালে প্রথম কর দিয়ে “ফ্রি” হয়ে গেলাম। এরপর সব টাকাপয়সা ব্যাংকে রাখতে শুরু করলাম। হিসাব-নিকাশ পরিষ্কার করে রাখলাম।’

এর আগে ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন কাউছ মিয়া। হাজী মোহাম্মদ কাউছ মিয়া চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে জন্ম নেন। তিনি দীর্ঘদিন চাঁদপুর জেলা শহরের পুরান বাজারে ব্যবসা করেন। পরে হাজিগঞ্জে, সেখান থেকে নারায়ণগঞ্জ এবং পুরান ঢাকার আরমানি টোলায় ব্যবসা করেন। হাকিমপুরীর জর্দার ব্যবসার পাশাপাশি তার বিভিন্ন ধরনের ব্যবসা ছিল। ২২ বছর বয়স থেকে ব্যবসা শুরু করেন এবং টানা ৭১ বছর এককভাবে ব্যবসা পরিচালনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদযাত্রা যানজটমুক্ত করতে পশুবাহী গাড়ি  চলবে মহাসড়কের বাম পাশ দিয়ে

ঈদযাত্রা যানজটমুক্ত করতে পশুবাহী গাড়ি চলবে মহাসড়কের বাম পাশ দিয়ে

বৈরী আবহাওয়ার কবলে দেশ, চার জেলায় বন্যার শঙ্কা

বৈরী আবহাওয়ার কবলে দেশ, চার জেলায় বন্যার শঙ্কা

উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের

উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের

ইশরাকের রায়ের বিরুদ্ধে আপিল না করে গেজেট প্রকাশ

ইশরাকের রায়ের বিরুদ্ধে আপিল না করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App