বাটা সু কোম্পানির সাবেক ম্যানেজার গিয়াস উদ্দিন আহমেদ আর নেই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

ছবি: সংগৃহীত
বাটা সু কোম্পানির সাবেক এক্সপোর্ট ম্যানেজার এম গিয়াস উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে মিরপুর আল হেলাল স্পেশালিস্ট হাসপাতাল লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মৃত্যুর সময় স্ত্রী নাজমুন নাহার, দুই ছেলে হুমায়ুন কবির আহমেদ ও মো. আহসানুল কবির, দুই মেয়ে নুজহাত তাবাস্সুম আহমেদ ও নুসরাত তারান্নুম আহমেদসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন এম গিয়াস উদ্দিন আহমেদ।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে শেওড়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এম গিয়াস উদ্দিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।