×

লাইফ স্টাইল

শীতে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে? রইলো ঘরোয়া টোটকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

শীতে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে? রইলো ঘরোয়া টোটকা

ছবি: সংগৃহীত

শীতকাল মানেই ফাটা ঠোঁট, রুক্ষ-শুষ্ক চুল ও খসখসে ত্বক। এসময়ে ঠোঁট ফাটা ও শুষ্ক হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। এটি কেবল যন্ত্রণাদায়কই নয়, ঠোঁটের সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হয়। নারীদের ঠোঁট শুষ্ক হলে ম্যাট লিপস্টিক না লাগিয়ে ক্রিম সমৃদ্ধ লাগান।

আর না হলে ব্যবহার করতে পারেন লিপবাম। বাজারে অনেক পণ্য পাওয়া গেলেও ঘরে পাওয়া প্রাকৃতিক জিনিস দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব। ফাটা ঠোঁট নিরমায় করতে জেনে নিন বেশ কিছু ঘরোয়া টোটকা। এগুলো ঠোঁটে আর্দ্রতা ও কোমলতা আনবে।

নারকেল তেল

শীতে ঠোঁটের শুষ্কতা ও ফাটা রোধ করতে নিয়মিত নারকেল তেল লাগাতে পারেন। ঠোঁটে ভিতর থেকে পুষ্টি জোগাতে নাভিতে তা লাগাতে পারেন। এ তেলে প্রাকৃতিক ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে, যা ঠোঁটে গভীর আর্দ্রতা প্রদান করে। রাতে ঘুমানোর আগে ঠোঁটে হালকা লাগান। এটি নিয়মিত ব্যবহার করলে আপনার ঠোঁট নরম থাকবে এবং ফাটা রোধ হবে।

ঘি

এটি ব্যবহার করেও আফনি এই সমস্যা সমাধান করতে পারেন? ঘি ঠোঁট নরম করার জন্য ব্যবহৃত একটি প্রাচীন প্রতিকার। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে সামান্য লাগান। এটি ঠোঁটকে পুষ্টি জোগাবে এবং শুষ্কতা দূর করবে।

মধু ও চিনির স্ক্রাব

ঠোঁট নরম করে তুলতে মধু ও চিনির স্ক্রাব একটি দারুণ উপাদান। আধা চা চামচ চিনির সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। ঠোঁটে আলতো করে ঘষুন। স্ক্রাবটি ঠোঁটের ডেড সেল দূর করতে এবং ঠোঁটে আর্দ্রতা জোগাতে সাহায্য করবে। এটি সপ্তাহে ২-৩ বার করুন।

গ্লিসারিন

ফাটা ঠোঁটের সমস্যার মোকাবিলায় এক্সপার্ট গ্লিসারিন। এটি ঠোঁটে ও চোখের চারপাশে লাগান। দেখবেন চটজলদিই এই সমস্যা মিটে যাবে। এই ঘরোয়া প্রতিকারগুলো অবলম্বন করে আপনি শীতকালেও আপনার ঠোঁটকে সুস্থ ও সুন্দর রাখতে পারেন।

পানি পান

মনে রাখবেন, দিনের বেলায় পর্যাপ্ত পানি পান করতে হবে। এটি ঠোঁটে আর্দ্রতা বজায় রাখে। শুষ্কতার হাত থেকে রক্ষা করে। এছাড়া ঘন ঘন ঠোঁট চাটা যাবে না।

হিউমিডিফায়ার

শীতকালে সবাই ঠান্ডায় নাজেহাল হয়ে পড়েন। এক্ষেত্রে শরীর উষ্ণ রাখা জরুরি। আর শরীর উষ্ণ রাখার জন্য আমরা নানা পদক্ষেপের মধ্যে প্রযুক্তির ব্যবহারও করে থাকি। যা থেকে অল্পতেই শুষ্ক হয়ে যায় ঠোঁট। এজন্য ত্বক ও ঠোঁট ঠিক রাখতে শোয়ার ঘরে একটি হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন।

ক্যাস্টার ওয়েল

ঠোঁট ফাটার সমস্যায় ক্যাস্টর ওয়েল দুর্দান্ত একটি প্রতিকার। দিনে কয়েকবার করে ব্যবহার করলে ঠোঁট কোমল থাকে এবং আর্দ্রতা দূর হয়। ফলে ঠোঁট ফাটা বা ঠোঁট ফেটে রক্ত পড়ার মতো সমস্যা দেখা দেয় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়ংকর এক নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’ নিয়ে আসছে চীন!

ভয়ংকর এক নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’ নিয়ে আসছে চীন!

পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে গরম জুন মাস

পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে গরম জুন মাস

নতুন প্লাজমা ডিভাইস তৈরি করেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা

নতুন প্লাজমা ডিভাইস তৈরি করেছেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা

‘যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো, তোমরা শান্তি পাবে না’, আওয়ামী লীগকে শফিকুল আলম

‘যতক্ষণ দুঃখ প্রকাশ না করছো, তোমরা শান্তি পাবে না’, আওয়ামী লীগকে শফিকুল আলম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App