×

আইন-বিচার

নতুন মামলায় গ্রেপ্তার মেনন-ইনু-পলক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০১:৪২ পিএম

নতুন মামলায় গ্রেপ্তার মেনন-ইনু-পলক

হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কদমতলী থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

সোমবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। এর আগে সকালে তাদের আদালতে হাজির করা হয়।

কদমতলী থানার উপপরিদর্শক মো. আরিফ হোসাইন মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তার আবেদন করেন। পরে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

আরো পড়ুন : ঢাকায় আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’: গ্রেপ্তার ২২, হেফাজতে সেনা কর্মকর্তা

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই রাজধানীর কদমতলী থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ ছাত্র-জনতার মিছিলে অংশ নেন। ওই দিন বিকেল ৪টায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি মাহাদীর মুখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মাহাদীর বাবা গত বছরের ৮ নভেম্বর কদমতলী থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় রাশেদ খান মেনন ৭ নম্বর, হাসানুল হক ইনু ৮ নম্বর এবং জুনাইদ আহমেদ পলক ৯ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে নাম রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 মেজর সাদিকের স্ত্রী ডিবি হেফাজতে

গোপন বৈঠক মেজর সাদিকের স্ত্রী ডিবি হেফাজতে

পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে ট্রাম্পের বৈঠক

পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে ট্রাম্পের বৈঠক

এক বছরে বাধ্যতামূলক অবসরে ২৯, পদোন্নতি ১ হাজার ৫৪৯ জন কর্মকর্তার

এক বছরে বাধ্যতামূলক অবসরে ২৯, পদোন্নতি ১ হাজার ৫৪৯ জন কর্মকর্তার

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ঘানার দুই মন্ত্রীসহ নিহত ৮

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ঘানার দুই মন্ত্রীসহ নিহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App