×

খুলনা

তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১১:২৩ এএম

তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা

নিহত আশরাফুল ইসলাম বিপুল। ছবি : সংগৃহীত

যশোরে তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ জুলাই) রাতে শহরের ষষ্ঠীতলা এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা।

নিহত বিপুল শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

জানা গেছে, বিপুল ৬ মাস আগে ষষ্ঠীতলা এলাকার এক তরুণীকে বিয়ে করেন। এর আগের ওই নারীর বিয়ে হয়েছিল একই এলাকার আব্দুল খালেকের ছেলে বাপ্পির সঙ্গে। এ বিয়ে মেনে নিতে পারেননি বাপ্পি।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বাপ্পি বিপুলকে হুমকি দিয়ে আসছিলেন এবং বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকির মেসেজ পাঠাতেন।

আরো পড়ুন : সোহাগ হত্যাকাণ্ড: দলে শুদ্ধি অভিযান চালাবে বিএনপি

শনিবার রাত ৮টার দিকে ষষ্ঠীতলা এলাকায় কৌশলে ডেকে নিয়ে বিপুলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী বাপ্পি ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত।

স্থানীয়রা জানান, বিপুলকে কুপিয়ে ও ছুরিকাঘাতের পাশাপাশি সন্ত্রাসীরা একটি বোমা বিস্ফোরণও ঘটায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান তুষার বলেন, বিপুলের বুক, পেট, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল।

কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে হামলাকারীরা পালিয়ে গেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরেই এই হত্যাকাণ্ড। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

ইরানের এক হামলায় ইসরায়েলের ৩০ পাইলট নিহত

ইরানের এক হামলায় ইসরায়েলের ৩০ পাইলট নিহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা

প্রথমবারের মতো বাংলাদেশের পর্দায় নেপালের সিনেমা

প্রথমবারের মতো বাংলাদেশের পর্দায় নেপালের সিনেমা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App