চীন সফরে যাচ্ছেন জামায়াত আমির

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১১:৪২ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে এ সফর। জামায়াতের একক উদ্যোগে আয়োজিত এ সফর।
চীন সফরে জামায়াত আমিরের নেতৃত্বে একটি ৯ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। এতে দলের শীর্ষস্থানীয় নেতারাই থাকবেন বলে জানা গেছে। সফরে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার সম্ভাবনা রয়েছে।
সফর উপলক্ষে ৮ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
আরো পড়ুন : ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত: জামায়াতের আমির
অনুষ্ঠানে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের ছবি ও বিবরণ চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
এর আগে গত মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও চীন সফর করে। সেই সফরটিও ছিল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে।
বিশেষ করে ৫ আগস্ট ২০২৪ সালের সহিংস ঘটনার পর বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ছাত্র ও সাংবাদিকদের নিয়ে গঠিত একাধিক প্রতিনিধি দল একের পর এক চীন সফরে অংশ নেয়।
এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও গত কয়েক বছরে চীন সফরে গিয়েছেন।
মঙ্গলবার সকালেও চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক অনুষ্ঠিত হয়।