×

আন্তর্জাতিক

গাজায় ৪৮ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৯:৫৫ এএম

গাজায় ৪৮ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও শত শত মানুষ। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার মিডিয়া অফিস জানায়, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েল অন্তত ২৬টি ‘গণহত্যামূলক হামলা’ চালিয়েছে। এসব হামলায় আশ্রয়কেন্দ্র, ঘরবাড়ি, বাজার এবং খাদ্যের সন্ধানে থাকা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ১১৮ জন নিহত ও ৫৮১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভোরে নিহতদের মধ্যে ৩৩ জন ছিলেন একটি খাদ্য সহায়তা কেন্দ্রে সহায়তা নিতে আসা সাধারণ মানুষ। দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে হামলায় নিহত হন আরও ১৩ জন। মুস্তাফা হাফেজ স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলায় প্রাণ হারান ১৬ জন।

ঘটনাস্থলে থাকা আহমেদ মনসুর নামের এক বাসিন্দা জানান, “ভোরে হঠাৎ তীব্র বিস্ফোরণে ঘুম ভাঙে। মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে। চারপাশে আগুন ধরে যায়, মানুষ সাহায্যের অপেক্ষায় পুড়ে মারা গেছে।”

গাজা সরকারের বিবৃতিতে বলা হয়, এসব হামলা ছিল সরাসরি বেসামরিক জনগণ, নারী, শিশু ও ক্ষুধার্তদের বিরুদ্ধে পরিচালিত।

গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানান, “মানুষ ঘণ্টার পর ঘণ্টা খাবারের জন্য অপেক্ষা করে, আর ঠিক সেই সময়েই শুরু হয় নির্বিচার গুলিবর্ষণ। ইমার্জেন্সি টিম পৌঁছাতে পারছে না, মানুষ আশ্রয়ের সুযোগ পাচ্ছে না।”

তিনি বলেন, “গাজার মানবিক পরিস্থিতির সম্পূর্ণ পতনের এটিই বাস্তব চিত্র।”

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, খাদ্য সহায়তা প্রদানকারী সংগঠন জিএইচএফ-এর নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন ঠিকাদাররা ক্ষুধার্ত ভিড় ঠেকাতে তাজা গুলি ও স্টান গ্রেনেড ব্যবহার করছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন ঠিকাদার অভিযোগ করেছেন, দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা অযোগ্য, অপরিচিত এবং অতিরিক্ত অস্ত্রধারী।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে জিএইচএফ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “অভিযোগের পর তদন্ত শুরু করা হয় এবং ভিডিও ফুটেজ ও সাক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এপির প্রতিবেদন ভিত্তিহীন।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নুর ও রাশেদের নামে মামলা: যে বিবৃতি দিলো গণঅধিকার পরিষদ

নুর ও রাশেদের নামে মামলা: যে বিবৃতি দিলো গণঅধিকার পরিষদ

আড়ং মিরপুর-১২ এক্সটেনশনের সম্প্রসারিত নতুন শোরুম উদ্বোধন

আড়ং মিরপুর-১২ এক্সটেনশনের সম্প্রসারিত নতুন শোরুম উদ্বোধন

ইনসাফ ও মর্যাদার বাংলাদেশের জন্য লড়াই করছে এনসিপি: নাহিদ ইসলাম

ইনসাফ ও মর্যাদার বাংলাদেশের জন্য লড়াই করছে এনসিপি: নাহিদ ইসলাম

সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে

সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App