×

বিনোদন

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির মানহানির মামলা খারিজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১১:২৮ পিএম

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির মানহানির মামলা খারিজ

ছবি: সংগৃহীত

মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন তথ্য প্রকাশের অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তারসহ চারটি গণমাধ্যমের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে চিত্রনায়িকা পরীমণির করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম মামলাটি খারিজের আদেশ দেন।

আদালত রায়ে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা আইন বাতিল হওয়ায় এবং নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে’ সংশ্লিষ্ট অভিযোগের ধারা না থাকায় মামলাটি গ্রহণযোগ্য হয়নি। 

গত ২৩ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন পরীমণি। এতে গৃহকর্মী পিংকি আক্তার ছাড়াও অভিযুক্ত ছিলেন—সব খবরের স্বত্বাধিকারী মোরশেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ ইন্টারটেইনমেন্ট, পিপল নিউজ ও ডিজিটাল খবর। অভিনেত্রীর করা মামলা খারিজ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল। 

বেঞ্চ সহকারী আরও জানিয়েছেন, গত ২১ মে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পরীমণির মামলাটি সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় দায়ের করা হলেও নতুন অধ্যাদেশে ওই ধারাগুলোর অনুপস্থিতির কারণে আদালত মামলাটি খারিজ করেন। 

মামলার নথিতে অভিনেত্রী উল্লেখ করেছেন, গত ৫ মার্চ একটি এজেন্সির মাধ্যমে পরীমণি তার বাসায় বাচ্চার দেখভালের জন্য পিংকি আক্তারকে নিয়োগ দেন। কিন্তু ২ এপ্রিল পিংকি হঠাৎ বাসা ছেড়ে চলে যান এবং পরবর্তীতে পরীমণির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, অশালীন ও মানহানিকর বক্তব্য দিতে থাকেন। অভিযুক্ত গণমাধ্যমগুলো সেই বক্তব্যগুলো প্রচার করে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। এসব ঘটনায় পরীমণি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলে মামলায় দাবি করা হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

ইরানের এক হামলায় ইসরায়েলের ৩০ পাইলট নিহত

ইরানের এক হামলায় ইসরায়েলের ৩০ পাইলট নিহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা

প্রথমবারের মতো বাংলাদেশের পর্দায় নেপালের সিনেমা

প্রথমবারের মতো বাংলাদেশের পর্দায় নেপালের সিনেমা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App