×

বিনোদন

কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৮ পিএম

কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণ

কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায়

   

দীর্ঘ রোগভোগের পর চির ঘুমের দেশে পাড়ি জমালেন কিংবদন্তি গায়ক প্রতুল মুখোপাধ্যায়। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তার। অতঃপর শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে চলে গেলেন অনন্তলোকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ শিল্পী। গত সোমবার রাতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাকে। 

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) পিজি হাসপাতালে বর্ষীয়ান গায়ক প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে গিয়েছিলেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তাকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন শিল্পী তার ডাকে সাড়া দিয়েছেন। তবে তখনও তার অবস্থা সংকটজনকই ছিল। 

প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪২ সালের ২৫ জুন, অবিভক্ত বাংলার বরিশালে। তার বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। তার মা বাণী মুখোপাধ্যায় প্রতুলকে নিয়ে দেশভাগের পরে এপার বাংলায় চলে আসেন। এখানে তারা থাকতেন চুঁচুড়ায়। অনেক কম বয়স থেকেই কবিতায় সুর দিয়ে গান বানাতেন তিনি। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের ‘আমি ধান কাটার গান গাই’ কবিতায় সুর দেন। এছাড়া নিজেও গান লিখতেন। যদিও নিয়ম মেনে তিনি কোনওদিনই গান শেখেননি। তিনি তার নিজের আবেগকেই সুর ও কথার জালে বেঁধে ফেলতে পারতেন। তার অনবদ্য ও চিরন্তন সৃষ্টি 'আমি বাংলার গান গাই' ‘ডিঙ্গা ভাষা সাগরে’।

তার জীবনের প্রথম অ্যালবাম বের হয় ১৯৮৮ সালে। সেটা হল ‘পাথরে পাথরে নাচে আগুন’। যদিও এটা তার একক অ্যালবাম নয়। তখন অন্য শিল্পীদের সঙ্গে মিলে কাজ করেছিলেন। প্রতুলের প্রথম একক অ্যালবাম বের হয় ১৯৯৪ সালে ‘যেতে হবে’। আর তাঁর শেষ অ্যালবাম ‘ভোর’ (২০২২)।

এছাড়াও তার অন্যান্য অ্যালবামগুলি হল ‘চক্র চাঁদ জোওয়ান চাঁদ বর্ণনা সহ’, ‘লাল কমলা হলদে সবুজ’, ‘দারুন গভীর থেকে’, ‘বর্ণনার সঙ্গে গিয়েছিলাম লোহার ঘৃণা’, ‘কি আমদের জাত’, ‘ভালোবাসার মানুষ’, ‘কাঁচের বাসনের ঘ্যান ঘ্যান শব্দে’, ‘মা সেলাই করে’, ‘সেয়ে ছোটো দুতি পা’, ‘আমার ধান কাটার গান গাই’, ‘নাকোসি স্কেলে আফ্রিকা’, ‘তুমি ছেঁড়া মাটির বুকে আছিস’, ‘কুট্টুস কোট্টাস’, ‘স্বপ্নের ফেরিওয়ালা’, ‘তোমাকে দেখছিলাম’, ‘স্বপনপুরে’। ‘গোসাইবাগানের ভূত’ ছবিতে প্লেব্যাকও করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App