×

শিক্ষা

ফলোআপ

জাবি ছাত্রীকে হেনস্তা, বাসের হেলপার আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৯:৪৩ পিএম

জাবি ছাত্রীকে হেনস্তা, বাসের হেলপার আটক

আটককৃত বাসের হেলপার মো. আবির হোসেন

   

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় ঢাকা-সাভারগামী মৌমিতা পরিবহনের বাসের হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃত বাসের হেলপারের নাম মো. আবির হোসেন (২০)। 

বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা জেলা ক্রাইম, অপারেশনস অ্যান্ড ট্রাফিক পুলিশ তাকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে।

এদিকে বাসের সহযোগীকে আটকের খবর জানার পর দুপুরে মৌমিতা পরিবহনের আটককৃত ১৭টি বাস ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা।

আরো পড়ুন: ১৮তম নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ

ঢাকা জেলা ক্রাইম, অপারেশনস অ্যান্ড ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীর বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আলমগীর কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বাসে হেনস্তার ঘটনায় ওই বাসের হেলপার আবির হোসেনকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবি ছিলো অভিযুক্তদের শাস্তির আওতায় নিয়ে আসা। পুলিশ যেহেতু একজনকে ইতোমধ্যে আটক করেছে তাই শিক্ষার্থীরা বাসগুলো ছেড়ে দিয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে টিউশন শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সাভারের রেডিও কলোনি এলাকায় হেনস্তার শিকার হন বিশ্ববিদ্যালয়ের ৫১ তম ব্যাচের এক ছাত্রী। পরদিন বুধবার এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী এবং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মিলে মৌমিতা পরিবহনের চালক ও সহযোগীদের শাস্তির দাবিতে বাস আটক করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পার্বত্য অঞ্চলে রবির ৫১টি মোবাইল টাওয়ারে নাশকতা!

পার্বত্য অঞ্চলে রবির ৫১টি মোবাইল টাওয়ারে নাশকতা!

ধেয়ে আসতে শুরু করেছে শক্তি, উত্তাল সমুদ্র

ধেয়ে আসতে শুরু করেছে শক্তি, উত্তাল সমুদ্র

বঙ্গোপসাগরে লঘুচাপ: সাগর উত্তাল, ঝড়ের আভাস, ভূমিধসের আশঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ: সাগর উত্তাল, ঝড়ের আভাস, ভূমিধসের আশঙ্কা

যেকোনো পরিস্থিতিতেই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন: ড. ইউনূস

যেকোনো পরিস্থিতিতেই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন: ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App