ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের সংঘর্ষে আহত ৮, চালক পলাতক

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৩:১১ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী স্টার পরিবহনের একটি বাস পাঁচ্চর গোলচত্বরে এসে পৌঁছালে ইতালী এক্সপ্রেস নামের অপর একটি বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ফলে স্টার পরিবহনের সামনের অংশ এবং ইতালী এক্সপ্রেসের পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, বাস দুটির সংঘর্ষের পরপরই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।
ওসি জহিরুল ইসলাম আরও বলেন, “দুর্ঘটনার পর ইতালী এক্সপ্রেস বাসটি ঘটনাস্থল থেকে সরে যায়। আর স্টার পরিবহনের বাসটি আমরা জব্দ করেছি। বাসটির চালক ঘটনার পর পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”