×

সারাদেশ

জমি নিয়ে টাকা দেননি, সাবেক মেয়র জাহাঙ্গীরের বাড়ির সামনে বেড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৭:২৬ পিএম

জমি নিয়ে টাকা দেননি, সাবেক মেয়র জাহাঙ্গীরের বাড়ির সামনে বেড়া

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

   

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে জমির মালিকরা বাঁশের বেড়া দিয়েছেন। তাদের অভিযোগ, প্রায় ১০ বছর আগে জমি বিক্রির টাকা পরিশোধ না করেই সেখানে ভবন তৈরি করেছেন জাহাঙ্গীর।

শনিবার (১২ অক্টোবর) সকালে ছয়দানা এলাকায় জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে জমির মালিকরা দুটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। সাইনবোর্ডে লেখা রয়েছে, পৈতৃক সূত্রে এই জমির মালিক সাইফুল ইসলাম, মাসুদা বেগম, মাসুদ মন্ডল, মামুন মন্ডল, কামরুন নাহার ও সামসুন নাহার।

জমির মালিক সাইফুল ইসলাম জানান, ২০১৫ সালে জাহাঙ্গীর আলম তার পেছনের জমি কিনেছিলেন। তবে তার জমি ছাড়া সেই জমিতে পৌঁছানো সম্ভব ছিল না। জাহাঙ্গীরের মামা ও স্থানীয়দের মাধ্যমে আলোচনার পর ৩০ লাখ টাকায় জমি বিক্রি করতে রাজি হন তিনি। পাঁচ লাখ টাকা অগ্রিম নিয়ে কাজ শুরু করলেও এরপর আর কোনো টাকা পাননি তিনি। সাইফুল আরো অভিযোগ করেন, দীর্ঘ ১০ বছরে জাহাঙ্গীর বাকি টাকা পরিশোধ করেননি, এবং বিভিন্ন সময় তার কাছে টাকা চাওয়ার পরও সাড়া মেলেনি।

সরেজমিনে দেখা গেছে, জাহাঙ্গীর আলমের বাড়ির প্রধান ফটক লাগানো এবং সামনে সিমেন্টের খুঁটি দিয়ে বাঁশের বেড়া দেয়া হয়েছে, যা বাড়িতে প্রবেশ বন্ধ করে রেখেছে। স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল, যার পর থেকে জাহাঙ্গীর ওই বাড়িতে আর যাননি।

জমির মালিক সাইফুল ইসলাম বলেন, আমি ওই জায়গায় মার্কেট নির্মাণ করেছিলাম। জাহাঙ্গীর আলমের জমি কিনতে চাপ দিলে ৩০ লাখ টাকায় বিক্রি করতে রাজি হই। কিন্তু এখনো পুরো টাকা পাইনি, তাই জমি দখল করে বাঁশের বেড়া দিয়েছি। তিনি আরো জানান, বর্তমান বাজারমূল্যে টাকা এবং দোকানের ১০ বছরের ভাড়া পেলে জমি ছাড়তে রাজি আছেন।

আরো পড়ুন: সাগর-রুনী হত্যার রহস্য উন্মোচন নিয়ে যা জানালো আইনজীবী শিশির

এ বিষয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। গাছা থানার ওসি আলী মো. রাশেদ বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App