কৃষকের জালে রাসেলস ভাইপার, প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৫:৫৭ পিএম

ছবি : ভোরের কাগজ
পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের এক কৃষকের জালে ৫ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর রাসেলস ভাইপার ধরা পড়েছে। সোমবার (২৩ জুন) সকালে নুর হাওলাদার বাড়ির পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা গেছে, কৃষক নুর হাওলাদারের পুকুরের পেতে রাখা জালে আটকে যায় সাপটি। পরে ওই লাঠি দিয়ে আঘাত করে ওই সাপটিকে আহতাবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন। এ সময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমান ওই এলাকার উৎসুক জনতা।
তবে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।
আরো পড়ুন : যে কারণে বিষধর রাসেলস ভাইপার মারবেন না
সাপটি দেখতে আসা উৎসুক জনতা জানান, বর্তমান সময়ের আলোচিত এই সাপটি ফেইসবুক, টিভি ও ইউটিউবে দেখেছে তারা। সরাসরি এক নজর দেখার জন্য ছুটে এখানে আসা।
কৃষক নুর হাওলাদার বলেন, সাপটি আমাদের জালে আটকা পড়ার বিষয়টি আমার স্ত্রী প্রথমে দেখে। পরে আমাকে জানালে আমি এটি উদ্ধারের চেষ্টা করি। এ সময় আমার স্ত্রীর কথায় সাপটির ওপর লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করি। তবে এটি এখনো জীবিত আছে। এরপর একটি প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করেছি। তবে বন বিভাগ বা কেউ সুস্থ করে এটিকে বনে অবমুক্ত করে দিতে পারলে তাকে দিয়ে দেব।
নয়াকাটা গ্রামের শাহিন চৌকিদার জানান, এই প্রথমবারের মতো রাসেলস ভাইপার সাপ দেখলাম। এর আগে ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক এই সাপের ছবি দেখেছি। এটি একটি বিষাক্ত সাপ। তবে এটাকে মেরে ফেলা উচিত।
তারিকাটা গ্রামের ইউসুফ ভূইয়া জানান, আমি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে শুনে এখানে দেখতে আসলাম। সাপটি দেখতে সুন্দর হলেও এটি তীব্র বিষধর সাপ। আমার মতো এখানে শত শত মানুষ সাপটিকে এক নজর দেখতে এসেছে। তবে সাপটিকে মারা ঠিক হয়নি। এটা অনেকটা আহত, বাঁচানো যায় কিনা সন্দেহ রয়েছে। সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্তের অনুরোধ জানাচ্ছি।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী জানান, আমাদের একটি টিম ঘটনাস্থল যাচ্ছে। সাপটি উদ্ধার করে প্রথথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগকে হস্তান্তর করব। তিনি আরো বলেন, সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের খবর দেয়ার অনুরোধ জানাচ্ছি। সর্পদংশনের শিকার হলে নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়া সাপ ধরার রেস্কিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আসলে আমাদের জীব বৈচিত্র্যের জন্য অনেক উপকারী বন্ধু। যা খাদ্য শৃঙ্খল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ড. শংকর চন্দ্র অধিকারী বলেন, রাসেলস ভাইপার সাপ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কাউকে যদি আঘাত করে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবেন। হাসপাতালে এর চিকিৎসার ব্যবস্থা রয়েছে।