×

বিশ্ববাণিজ্য

ডলারের দরে বড় লাফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম

ডলারের দরে বড় লাফ

ছবি : সংগৃহীত

   

মুদ্রাবাজারে মার্কিন ডলার কিছুটা শক্তিশালী হয়েছে, বিশেষ করে জাপানি ইয়েনের বিপরীতে। সোমবার (১৮ নভেম্বর) সিএনবিসি রিপোর্টে বলা হয়েছে, গত শুক্রবার ১৫৩ দশমিক ৮৬ ইয়েনের তুলনায় এদিন ডলারের দর বেড়ে ১৫৪ দশমিক ৯৫ ইয়েনে দাঁড়িয়েছে, যা শূন্য দশমিক ৫১ শতাংশ বৃদ্ধি দেখাচ্ছে।

প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক ১০৬ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে। গত শুক্রবার তা ১০৭ দশমিক ০৭ পয়েন্টে উঠেছিল। ১ বছরের মধ্যে যা সর্বোচ্চ ছিল। সদ্য সমাপ্ত সপ্তাহে ডলার সূচক ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে বিগত ৭ সপ্তাহের মধ্যে ৫ সপ্তাহই মার্কিন মুদ্রার মান বেড়েছে।

ব্যাংক অব জাপানের গভর্নর কাইজু উএডা জানিয়েছেন, যদি দেশের অর্থনীতি পূর্বাভাস অনুযায়ী চলে, তাহলে তারা সুদের হার ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা করবেন। তবে তিনি স্পষ্ট করেননি কবে এই সিদ্ধান্তে আসবে। বিশেষভাবে ডিসেম্বর মাসে সুদের হার বাড়ানোর বিষয়টি নিয়ে কোনো স্পষ্টতা দেননি। বাজারে এ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে ১৯ ডিসেম্বরে ব্যাংক অব জাপানের পরবর্তী নীতিনির্ধারণী সভার পর সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে মন্তব্য করা হয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়ানোর সম্ভাবনা প্রায় ৫৫ শতাংশ।

জাপান সরকার হস্তক্ষেপের চিন্তা

জাপানের অর্থমন্ত্রী কাতসুনোবু কাটো সতর্ক করে দিয়েছেন, যদি ইয়েন দ্রুত এবং অতিরিক্ত হারে দুর্বল হয়ে যায়, তাহলে সরকার মুদ্রাবাজারে হস্তক্ষেপ করতে পারে। এটি তার বক্তব্যের এক গুরুত্বপূর্ণ অংশ, যা বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

ইউরো ও পাউন্ডের পরিস্থিতি

ইউরো গত সপ্তাহে কিছুটা দুর্বল ছিল এবং শুক্রবার এক বছরের সবচেয়ে নিচু অবস্থানে পৌঁছায়। তবে বর্তমানে কিছুটা শক্তিশালী হয়েছে। বর্তমানে ইউরো ১ দশমিক ০৫৪৭ ডলারে ট্রেড করছে, আগের অবস্থান ছিল ১ দশমিক ০৪৯৬। বিশেষজ্ঞরা মনে করছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয় এবং তার প্রস্তাবিত শুল্ক নীতির কারণে ইউরোর মূল্য কমে গেছে এবং বাজারে প্যারিটি (১ ইউরো = ১ ডলার) এর আশঙ্কা দেখা দিয়েছে।

আইএনজির মুদ্রা বিশেষজ্ঞ ফ্রান্সেসকো পেসোল বলেন, আগামী বছর ইউরো ও ডলার প্যারিটির কাছাকাছি পৌঁছাতে পারে। যদি ট্রাম্প তার ‘প্রোটেকশনিস্ট’ নীতিগুলো বাস্তবায়ন করেন।

যুক্তরাজ্যের পাউন্ড দুর্বল

যুক্তরাজ্যের পাউন্ডও আজকের দিনে ডলারের বিপরীতে কিছুটা দুর্বল। তবে সোমবার সকালে কিছুটা স্থিতিশীল হয়েছে। বর্তমানে বাজারে বিশেষ নজর রাখা হচ্ছে মার্কিন ফেডের কর্মকর্তাদের বক্তব্য এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক থেকে আসা নতুন তথ্যের ওপর।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ‘প্রোটেকশনিস্ট’ নীতির কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে, যার ফলে যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর আর কোনো সুযোগ থাকতে পারে না।  

এখন পর্যন্ত মুদ্রাবাজারে চলমান এসব অস্থিরতা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী সিদ্ধান্তের ওপর দৃষ্টি রাখা হচ্ছে। যা ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App