রাজধানীর আকাশ মেঘলা, তাপমাত্রা-বৃষ্টি নতুন বার্তা

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:২৫ পিএম

রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ছবি : সংগৃহীত
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার আকাশ মেঘলা। শুক্রবার সকাল থেকেই নেই সূর্যের দেখা। কোথাও কোথাও পড়েছে ঘন কুয়াশা। সামান্য বৃষ্টিও হয়েছে দেশের দুয়েক স্থানে। তবে এতে তাপমাত্রা কমেনি। বরং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা এক দিনের ব্যবধানে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবার দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে।
এ অবস্থায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এমন অবস্থা শনিবারও থাকতে পারে। তবে আগামী রবি ও সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০.৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, শনিবার মেঘাচ্ছন্ন পরিস্থিতি কমে গেলেও কুয়াশা থাকবে। এবারের শীত মৌসুমে আর শৈত্যপ্রবাহের তেমন সম্ভাবনা নেই। সামনের দিনগুলোতে তাপমাত্রা বাড়বে।
এদিকে আবহাওয়া অফিসের সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরো পড়ুন : বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।