ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:৫২ পিএম

জানুয়ারিতে দেশে আর তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত
ঘন কুয়াশায় গত কয়েকদিনে কমেছে তাপমাত্রা। এতে রাজধানীসহ সারাদেশে বেড়েছে শীতের দাপট। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই সময়ের মধ্যে তাপমাত্রা কমে ফের হানা দিতে পারে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (২৩ জানুযারি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, চলতি জানুয়ারির বাকি দিনগুলোয় দেশে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি বাড়তে পারে শীতের অনুভূতি। এই সময়ে বিচ্ছিন্নভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। তবে ২৮ জানুয়ারি থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে।
আরো পড়ুন: দেখা নেই সূর্যের, শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন
এদিকে আগামী দু’দিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৭২ ঘণ্টার আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্র ও শনিবার (২৪-২৫ জানুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
তবে আগামী রবিবার (২৬ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আর এই সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ (বৃহস্পতিবার) সকালে দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়ীতে। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।