নতুন করে শৈত্যপ্রবাহ আসছে, যা বললো আবহাওয়া অধিদপ্তর

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম

দেশের উত্তরাঞ্চলে শনিবারের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ছবি: সংগৃহীত
আগামী শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এ কথা বলেন। অন্যদিকে পৌষ বিদায় নিলেও দেশে এখনো তীব্র শীত পড়েনি। যদিও অধিকাংশ জায়গায় তাপমাত্রা ১৩-১৭ ডিগ্রির ঘরে রয়েছে।
তিনি বলেন, আগামী শনিবারের (১৮ জানুয়ারি) পর থেকে তাপমাত্রা কমে যাবে সেটা একপ্রকার নিশ্চিত। তবে শৈত্যপ্রবাহ হবে কি না, তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে। তাপমাত্রা কমে আসতে শুরু করলে তা মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের দিকে চলে যেতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, শনিবারের পর বা রবিবার (১৯ জানুয়ারি) থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। সেই সময় মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। ওই সময় দুই-তিনদিন তাপমাত্রা কম থাকতে পারে।
আরো পড়ুন: বেড়েছে শীতের তীব্রতা, বৃষ্টির মতো ঝরছে শিশির
আজ (বৃহস্পতিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার (১৫ জানুয়ারি) ওই একই স্থানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
উল্লেখ্য, কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়।