ফের বাড়তে পারে শীত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:৫২ এএম

ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে; বেড়েছে শীতের তীব্রতা। আর এরই মধ্যে সারা দেশে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবারের (১৪ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরো পড়ুন: পঞ্চগড়ের তাপমাত্রা ফের ১০ ডিগ্রির নিচে
বুধবারের (১৫ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এতে আরো বলা হয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষদিকে তাপমাত্রা আবারও হ্রাস পেতে পারে।