সাগরে নিম্নচাপের আভাস, ৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম

দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। ছবি : সংগৃহীত
চলতি জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ৩ থেকে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ মাসে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি (৬-৮°সে.) থেকে তীব্র (৪-৬°সে.) এবং দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু (১০-৮°সে.) থেকে মাঝারি (৬-৮°সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া এ মাসে দক্ষিণ বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।
অন্যদিকে চলতি জানুয়ারিতে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরো পড়ুন : রাজধানীতে ঘন কুয়াশা, গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে
দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণপশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে ঘন কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তবে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।