×

আবহাওয়া

লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ এএম

লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

   

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষে মিশে গেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে।

এছাড়াও, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, রংপুর বিভাগে আগামী শনিবার পর্যন্ত একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সাময়িক বন্যার কারণ হতে পারে।

আরো পড়ুন: মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

উল্লেখ্য, গত সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা বাংলাদেশে মৌসুমি বায়ুকে সক্রিয় করে তোলে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এ ধরনের লঘুচাপ ও নিম্নচাপ সাধারণত জুন থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত সৃষ্টি হয়, এবং এতে ঝড়ো হাওয়া না থাকলেও বৃষ্টির প্রবণতা বাড়ে। আগামী অক্টোবরে আরও একটি লঘুচাপের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App