বিমানবন্দরে হিজাব পরতে বলায় আলেমের পাগড়ি খুলে মাথায় দিলেন নারী, ভিডিও ভাইরাল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম
হিজাব পরতে বলায় এক আলেমের সঙ্গে তর্কে জড়িয়েছেন এক নারী। তর্কের এক পর্যায়ে ওই আলেমের সঙ্গে অদ্ভূত এক কাণ্ডও ঘটিয়েছেন ওই নারী। আলেমের পাগড়ি খুলে তিনি নিজের মাথায় পরেন। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে যা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতর এক নারী হিজাব না পরে ঘুরাফেরা করছিলেন। বিষয়টি এক আলেমের চোখে পড়লে তিনি তাকে হিজাব পরতে বলেন। আর এতে ক্ষিপ্ত হয়ে ওই নারী একটানে ওই আলেমের মাথার পাগড়ী খুলে নিজের মাথায় স্কার্ফের মতো করে পরেন। এবং তার সঙ্গে তর্কে জড়ান।
আর এই ঘটনাটি ঘটেছে ইরানের তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে। দেশটিতে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। গত রোববার ও সোমবার ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও শেয়ার হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে এক নারী বাধ্যতামূলক হিজাব না পরায় ধর্মীয় এক আলেম তার সঙ্গে তর্কে জড়ান। তখন ওই নারীটি আলেমের পাগড়ি খুলে নিজের মাথায় স্কার্ফের মতো করে পরেন।
ভিডিওতে আরও দেখা যায়, ওই নারী রাগান্বিত হয়ে আলেমের পাগড়ি খুলে নিয়ে বলেন, আপনার এখন সম্মান রক্ষা হয়েছে? এরপর তিনি তার স্বামীকে খুঁজতে গিয়ে চিৎকার করে বলেন, আমার স্বামীর সঙ্গে কী করেছেন?
তবে এই ঘটনার সঠিক তারিখ ও প্রাথমিক কারণ অস্পষ্ট বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে সম্পৃক্ত সংবাদমাধ্যম মাশরেগ নিউজ দাবি করেছে, এটি হিজাব নিয়ে কোনো ঘটনা নয় এবং ওই নারী মানিসিক সমস্যায় ভুগছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই নারীকে অল্প সময়ের জন্য আটক করা হয়েছিল এবং অভিযোগকারীদের সম্মতিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তবে অনেকেই মাশরেগ নিউজের দাবি প্রত্যাখ্যান করেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাকে শক্তিশালী প্রতিবাদ বলে অভিমত দিয়েছেন। কেউ কেউ একে ‘অসাধারণ প্রতিবাদ’ বলে আখ্যা দিয়েছেন।
ইরানে এমন সময়ে এই ঘটনা ঘটেছে যখন দেশটিতে নারীদের হিজাব পরা নিয়ে নানা ইস্যু চলছে। দেশটির সরকার নারীদের বাধ্যতামূলক হিজাব আইন অমান্যকারীদের দমন জোরদার করেছে। এমনকি বিমানবন্দরসহ জনসমাগমস্থলে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছিল, ইরানে মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক। জনসমক্ষে যাঁরা যথাযথ ভাবে মাথা ঢাকবেন না, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।