×

ভিডিও

বাংলাদেশ ভারত দা-ঙ্গা নিয়ে বলিউডে মুভি! ময়ুখের চরিত্রে কি তবে অক্ষয়?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

   

কোনো দেশের সাথে ভারতের দাঙ্গা বাধলে সেটি যেন বলিউড মুভি ইন্ড্রাস্টির জন্য একটি সুবার্তা নিয়ে আসে। মনগড়া স্ক্রিপ্ট বানিয়ে নিজের দেশের জনগণের ইমোশনকে কাজে লাগিয়ে সেটিকে বাস্তব ঘটনা অবলম্বনে বানানো সিনেমা হিসেবে চালিয়ে দেয় তারা। ইতোপূর্বে দেখা গেছে পাকিস্তানের বিপক্ষে বলিউড প্রায় অর্ধশত মুভি বানিয়েছে তাদের অভ্যন্তরীণ দাঙ্গা নিয়ে। সব মুভিতেই বলিউড ইন্ডাস্ট্রি পাকিস্তানকে ছোট কিংবা দুর্বল দেখিয়ে মুভিগুলোর স্ক্রিপ্ট তৈরি করে কিন্তু বাস্তবে দেখা যায় তার উলটো। এসব মুভিতে ভারতের জয় কিংবা আধিপত্য দেখানো হলেও বাস্তবে আধিপত্য বিস্তার করতে দেখা যায় পাকিস্তানকেই। সেই ধারাবাহিকতায় এবার বলিউডের সামনে সুবর্ণ সুযোগ এসেছে বাংলাদেশ-ভারত দাঙ্গা নিয়ে মুভি পরিকল্পনা করার।

বলিউড ইন্ডাস্ট্রি তাদের স্ক্রিপ্টগুলোতে ভারতের জনগণের ইমোশন, নিজেদের আধিপত্য এবং সবশেষে জয় দিয়ে মনগড়া স্ক্রিপ্ট বানিয়ে সেটি বাস্তব ঘটনা অবলম্বনে বানানো সিনেমা হিসেবে চালিয়ে দেয়। যেখানে স্ক্রিপ্টগুলোর সাথে বাস্তবতার কোনো মিলই পাওয়া যায় না। আর এসব মুভির নায়ক হিসেবে খ্যাতি অর্জন করেছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। অক্ষয়ের পাশাপাশি জন আব্রাহাম, বিজয় থালাপাতিও রয়েছেন সব সিনেমার নায়কের লিস্টে। 

২০১৯ সালে ভারতীয় এবং পাকিস্তানি বিমানবাহিনী একে অপরের যুদ্ধবিমানগুলোকে গুলি করে নামিয়েছিল। সেখানে ভারতের এক যুদ্ধবিমান গুলি করে নামিয়ে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান। আটক হওয়ার পর সেই পাইলট পাকিস্তানের গুণগান করে একটি ভিডিওবার্তাও দিয়েছিলো পাকিস্তানে আটক থাকার সময়। এরপরে সম্প্রীতি রক্ষার্থে সেই পাইলটকে ফিরিয়ে দেয় পাকিস্তান।

একজন পাইলট যে কিনা শত্রুর সাথে যুদ্ধে বিফল হয়ে তাদের কাছে আটক হয়েছেন, আটকের সময় শত্রুপক্ষের গুণগানও গেয়েছেন । পরবর্তীতে ভারত বীরত্বের খেতাব দেয়া হয়েছে তাকে। অভিনন্দনকে অভিনন্দন জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তারা। যেখানে বাস্তবচিত্র বিবেচনা করলে দেখা যায় সেই পাইলট একজন অযোগ্য পাইলট ছাড়া আর কিছুই না। যে অযোগ্য পাইলট শত্রুপক্ষের কাছে ধরা খেয়ে শত্রুপক্ষের গুণগান করতে দ্বিধাবোধ করেনি নিজের প্রাণ হারানোর ভয়ে। ধরনা করা হচ্ছে সেই অযোগ্য ভীতু পাইলটকে উৎসর্গ করে হৃতিক রোশানের ফাইটার মুভি নির্মাণ করা।

এর আগে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভারতকে কোণঠাসার মধ্যে রেখেছিলো পাকিস্তান। কিন্তু পাইলট অভিনন্দনের মতই সেই কোণঠাসা বিষয়টি বলিউড ইন্ডাস্ট্রি এমনভাবে ঘুরিয়ে মশলা দিয়ে মুভি বানিয়েছে যা নিছক হাস্যকর ছাড়া আর কিছুই না। আর এসব মুভির নায়ক হিসেবে অক্ষয়ের অনেক নামডাক রয়েছে ভারতে।

সম্প্রতি হাসিনা সরকার দেশত্যাগের পর বাংলাদেশ বিষয় নিয়ে যে মিথ্যা বানোয়াট প্রপাগাণ্ডা ছড়াচ্ছে ভারতের মিডিয়াসহ রাজনীতি অঙ্গনের অনেকেই এতে দুই দেশের সম্পর্ক অনেকটা ভাঙ্গনের পথে। ভারতের মোদি সরকার ও মিডিয়া আর বাংলার মলমখ্যাত উপস্থাপক ময়ূখ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রতিনিয়ত প্রোপাগান্ডা ছড়িয়েই যাচ্ছে। 

আর এতে উত্তাল অবস্থা বিরাজমান করছে দুই দেশের জনগণের মধ্যে।

ইতোপূর্বে বলিউডের দাঙ্গা থেকে মুভি বানানোর রেকর্ড পর্যবেক্ষণ করলে আশা করাই যায় সম্প্রতি বাংলাদেশ-ভারত দাঙ্গা নিয়ে হয়তো পরবর্তীতে মুভি বানানো হতে পারে। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে অনেকে মজার ছলে পোস্ট করছেন অক্ষয় কুমারকে নায়ক ঘোষণা করে বাংলাদেশ নিয়ে মুভি বানাবে বলিউড। আর সেখানে ময়ূখের ভূমিকায় দেখা যেতে পারে বলিউড এই সুপারস্টারকে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App