×

ভিডিও

ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে বাংলাদেশের ট্যাংকের বহর, যা জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পিএম

   

সম্প্রতি একের পর এক ইস্যুতে অবনতি হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্কের। এমন পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ট্যাংকের বহরের একটি ছবি। যেখানে দাবি করা হচ্ছে- বাংলাদেশের ট্যাংকের বহর এগিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে।

“আয়রনক্ল্যাড” নামে একটি এক্স অ্যাকাউন্টে গত ৩০ নভেম্বর ট্যাংকের বহরের একটি ছবি প্রকাশ করে দাবি করা হয় ‘বিপুল সংখ্যক বাংলাদেশি ট্যাংক ভারতীয় সীমান্তের দিকে যেতে দেখা গেছে’। একইদিন “পি এস ওয়াই ডব্লিউ এ আর ব্যুরো” নামে একটি এক্স অ্যাকাউন্টে দাবি করা হয় ‘পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি শেল এবং গোলাবারুদ সংগ্রহ করে ভারতীয় সীমান্তের কাছে ট্যাংক ও সাজোয়া যান মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আরো বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একই দাবি করা হয়েছে। তবে এই দাবিগুলো সঠিক নয় বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ। 

এদিকে যেকোনো সন্ত্রাসী হামলা প্রতিহত করতে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উচ্চ সতর্কতা জারি করা এলাকার মধ্যে বেনাপোলের ধান্যখোলা, রঘুনাথপুর, সাদিপুর, ঘিবা, পুটখালী, বাহাদুরপুর, দৌলতপুর, বড় আচড়া, গাতিপাড়াসহ সীমান্ত। সীমান্তে বসবাসরত জনসাধারণও বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্ত পাহাড়া দিচ্ছে। এছাড়া সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙি্‌ক্ষত পরিস্থিতি মোকাবিলায় সন্ধ্যার পর জন সাধারণকে সীমান্ত এলাকায় যাতায়াতে বিধি নিষেধ আরোপ করেছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকার সড়ক এবং বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী উচ্চ সর্তকতা জারির বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে ইতোমধ্যে যে নির্দেশনা দেয়া হয়েছে তারই প্রেক্ষিতে সকল ইউনিটকে বার্তা দেয়া হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহের এক মামলায় গত ২৬ নভেম্বর জামিন নাকচ করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালত। সেদিন তার অনুসারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ অনুসারীরা পুলিশ, সেনাবাহিনী ও সাংবাদিকদের অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেন। ঘটনার প্রতিবাদ করলে আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময় অনুসারীরা। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা। 

চিন্ময় দাসকে গ্রেপ্তারের কারণে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় ও বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামের একটি সংগঠনের সমর্থকরা। সীমান্তে বাংলাদেশ সম্পর্কে কটূক্তি করে বিক্ষোভও করে ভারতীয়রা। এ দিকে বেনাপোলে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধের কড়া হুঁশিয়ারি দেয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সম্প্রতি তাদের একটি সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়। যদিও আমদানি-রপ্তানি এখনো স্বাভাবিক রয়েছে। 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ‘অস্বাভাবিক অবস্থার’ মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক। সবশেষ সম্প্রতি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ গ্রেপ্তারের জেরে বাংলাদেশকে নিয়ে “অতিরঞ্জিত” খবরে সয়লাব হয় ভারতীয় মিডিয়াগুলো। এতে আরও তিক্ত হয়েছে প্রতিবেশী দু’দেশের সম্পর্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App