ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু, কে এই মুসলিম ক্রিকেটার?

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ৫০ ওভারের সিরিজের জন্য ইতোমধ্যে দলও ঘোষণা করেছে বিসিবি। অন্যদিকে টাইগারদের বিপক্ষে ওয়ানডে’তে শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ক্যারিবীয়রা। অ্যান্টিগা টেস্টে সেঞ্চুরি পাওয়া জাস্টিন গ্রিভস সেই দলে আছেন। প্রায় ১০ মাস পর জাতীয় দলে ফিরেছেন এই বোলিং অলরাউন্ডার। গেল মাসে রিজিওনাল সুপার-৫০ কাপে ১৩৩ দশমিক ৬৬ রান করেন। গড়ে ৪০১ রান করেন গ্রিভস।
তবে গ্রিভস নন, ক্যারিবিয়ানদের এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক মুসলিম বংশোদ্ভূত আমির জাঙ্গু। প্রথমবার আমির জাঙ্গুকে স্কোয়াডে ডাকা হয়েছে। এখনও অভিষেকের স্বাদ না পেলেও দেশটির ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন। এতে জাতীয় দলে জায়গা করে নিতে বেগ পেতে হয়নি। এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এই ব্যাটার। সবশেষ ৫ ইনিংসের মধ্যে তিনটি অর্ধশতকের দেখা পেয়েছেন। একটি সেঞ্চুরিও আছে।
জাতীয় দলে ডাক পাওয়ার পর স্থানীয় দৈনিক দ্য এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন জাঙ্গু। বাঁ-হাতি এই ব্যাটারের ভাষ্য, ‘স্বপ্ন সত্যি হলো। প্রথম যেদিন ক্রিকেট ব্যাট হাতে নিয়েছি, সেদিন থেকেই তো এমন কিছু চেয়েছি। মাত্রই শুরু হলো। আন্তর্জাতিক ক্রিকেটই তো সবার ওপরে, এখানে টিকে থাকাটাই সবকিছু।’
এদিকে শুধু ৫০ ওভারেই নয়, ঘরোয়া চারদিনের টুর্নামেন্টের সবশেষ আসরে দুর্দান্ত ছিলেন জাঙ্গু। একটি ডাবল সেঞ্চুরিসহ করেন ১০০ রান।
গড়ে ৮ ইনিংসে ৫০০ রান করেন তিনি।
২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। তবে এতদিন সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। কিন্তু ২০২৪ সালে এসে ঘুরে দাঁড়িয়েছেন। ক্যারিবিয়ানদের সাদা বলের দলের কোচ ড্যারেন স্যামিও বিশ্বাস করেন, দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন জাঙ্গু ও গ্রিভস।
এ নিয়ে জাঙ্গু বলেন, এই বছরটা শুরুর আগেই চিন্তাভাবনা শুরু করলাম, নিজের খেলা বিশ্লেষণ করলাম, চিহ্নিত করলাম নিজের শক্তি ও দুর্বলতার জায়গা। এরপর ভাবলাম কীভাবে উন্নতি করা যায় আর সেই অনুযায়ী কাজ শুরু করলাম। ফল তো হাতেনাতেই পেলাম, নিজেকে এখন আগের চেয়ে অনেক ভালো খেলোয়াড় মনে হচ্ছে।
টেস্ট সিরিজ শেষে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়ানডে এবং ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়ানডে ম্যাচগুলো হবে।