×

ভিডিও

পাকিস্তানে আতঙ্ক, একের পর এক টিকটকারের গোপন ভিডিও ফাঁস!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১১:১১ এএম

   

মাথিরা খান, মিনাহিল মালিক, ইমশা রহমান, অবশেষে কানওয়াল আফতাব—একের পর এক এই পাকিস্তানি টিকটকারদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় সারা পাকিস্তানে ব্যাপক উদ্বেগ এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পরপর কয়েকটি ভিডিও ফাঁসের ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে পাকিস্তানে। তবে সম্প্রতি ভুক্তভোগী হওয়া কানওয়াল আফতাব বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে, সেখানে ২৬ বছর বয়সী কানওয়ালকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পাওয়া গেছে। তবে ফাঁস হওয়া ভিডিওটি আসলেই তার কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ বলছেন, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমেও তৈরি করা হতে পারে। লাহোরের মেয়ে টিকটকার কানওয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের অতি পরিচিত মুখ। স্বামী ও মেয়ের সঙ্গে নিয়মিত ভিডিও কনটেন্ট নির্মাণ করে ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তিনি।

তবে কানওয়াল আফতাবের আগে গোপন ভিডিও ফাঁস হয়েছিল পাকিস্তানি টিকটকার মিনাহিল মালিক, ইমশা রহমান এবং মাথিরা খানের। একান্ত ব্যক্তিগত সেসব ভিডিও ফাঁসের কারণে চরম বিব্রতকর সময় পার করছেন তারা। 

কিছুদিন আগে ফাঁস হওয়া টিকটক তারকা মিনাহিল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে বেড়াচ্ছে। যা নিয়ে এখনও বেশ বাজে সময় পার করছেন মিনাহিল মালিক। 

অন্যদিকে টিকটকার ইমশা রহমান ও টিভি উপস্থাপিকা মাথিরা খানেরও গোপন ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়তই ছড়িয়ে বেড়াচ্ছে। সম্প্রতি এই প্রসঙ্গে মাহিরা খান বলেন, ‘আমার ছবি দিয়ে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এটা বন্ধ করা উচিত।’

ভাইরাল হওয়া এই ভিডিওর ঘটনা প্রথম ঘটে মিনাহিল মালিকের সঙ্গে। এরপর ইমশা রহমানের সঙ্গেও একই ঘটনা ঘটে। একই সপ্তাহে মাথিরা খানের ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলো। এক মাসেরও কম সময়ের মধ্যে কীভাবে চারবার একই ঘটনা ঘটে গেল সে বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে রয়েছেন ভক্তরা। হিসেব অনুযায়ী, কানওয়াল আফতাব হলেন চতুর্থ টিকটক তারকা যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলো। 

কিন্তু কে বাবা কারা এসব ভিডিও ফাঁস করছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অনেকেই ভুক্তভোগীদের আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App