স্নে*র চুমু দিয়ে শুভশ্রীর জন্মদিন পালন!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫৫ এএম
জীবনের নতুন বছরে পা রাখলেন ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ৩ নভেম্বর ছিল এ নায়িকার জন্মদিন। আর জন্মদিনের উপহার হিসেবে পেলেন অভিনব উপহার। এদিন স্বামী রাজ চক্রবর্তী আদুরে ভাষায় চুম্বনে শুভেচ্ছা জানালেন বার্থডে গার্ল শুভশ্রীকে । সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সেই ঘনিষ্ঠ ছবি।
ছবিটি নতুন না পুরোনো তা জানা না গেলেও তাদের জীবনে ভালোবাসার কোনো কমতি নেই এতেই বোঝা যায় । ছবিটিতে দেখা যায়, রাজ-শুভশ্রীর পরনে রয়েছে সাদা পোশাক। বোঝা যায়, সকালে উঠেই দুজনে পূজা দিয়েছেন। তারপরই এই সুন্দর মুহূর্ত। রাজের আদরে শুভশ্রীর মুখে ছড়িয়ে পড়েছে শুভ্র হাসি। ছবির ক্যাপশনে পরিচালক লিখেছেন, প্রিয় আমার, তোমায় জন্মদিনের অনেক শুভেচ্ছা।
২০১৬ সালে অভিমান সিনেমার শুটিং করার সময় রাজ-শুভশ্রীর প্রেম শুরু হয়েছিল। এরপর ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ক্যারিয়ারের পাশাপাশি সংসারও দক্ষ হাতে সামলাচ্ছেন। বিয়ের দুই বছর পর এ তারকা দম্পতির জীবনে আসে তাদের প্রথম সন্তান যুবান। গত বছরের ৩০ নভেম্বর মেয়ে ইয়ালিনীর জন্ম হয়। মা ও মেয়ের জন্মদিন একই মাসে।
দুই বাংলার দর্শকের কাছেই জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি বাবলি। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন আবীর-শুভশ্রী। বাবলি হিসেবে যথেষ্ট প্রশংসিত হয়েছে শুভশ্রীর অভিনয়। এছাড়া আসন্ন ডিসেম্বরে রাজ-শুভশ্রীর যুগলবন্দি আবারো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সন্তান ছবির মাধ্যমে।
সন্তানদের সঙ্গে বৃদ্ধ বাবা-মায়ের দূরত্ব তৈরি হওয়ার গল্প বলবে সন্তান। বৃদ্ধ বাবা-মা মিঠুন চক্রবর্তী ও অনসূয়া মজুমদারকে দেখেন না ছেলে ঋত্বিক চক্রবর্তী। অথচ নিজে স্ত্রী-সন্তান নিয়ে আলাদা হয়ে গিয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন।
এরই প্রতিবাদে ছেলের বিরুদ্ধে কোর্টে মামলা করে মিঠুন। শেষ পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে কি ছেলের দূরত্ব মিটবে? সেই উত্তর পেতে গেলে দেখতে হবে সন্তান। ইতোমধ্যে ভাইরাল হয়েছে ছবির ট্রেলার। বরাবরেই মতোই প্রশংসিত হয়েছে শুভশ্রীর অভিনয়। ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা
একজন আইনজীবীর ভূমিকায় ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী। এছাড়াও ঋত্বিক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, ও অনসূয়া মজুমদার রয়েছেন ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে।