দেনমোহর নিয়ে অনেকেরই যে ভুল ধারনা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
নারী-পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ স্বাভাবিক। বৈধ ভালোবাসায় এদের সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম হচ্ছে বিয়ে, যার অন্যতম অনুষঙ্গ হচ্ছে দেনমোহর। এটি স্ত্রীর অধিকার। স্বামীর তা পরিশোধ করা ইসলামের বিধান। এটি কেবল একটা অঙ্ক ধরে রাখার নাম নয় বরং তা পরিশোধ করা স্বামীর জন্য ওয়াজিব।
ইসলামে সবচেয়ে নিকৃষ্টতম হালাল কাজ হলো তালাক দেয়া। তারপরেও উভয়ের সুবিধার্থে তালাকের বিধান রয়েছে। স্বামী-স্ত্রী একে অপরকে তালাক দিতে পারবেন। স্বামী স্ত্রীকে তালাক দিলে দেনমোহরের টাকা পরিশোধ করতে হয়। প্রশ্ন হল স্ত্রী যদি স্বামীকে তালাক দেন তাহলে কি স্বামীর পক্ষে দেনমোহরের টাকা দিতে হবে? আমাদের সমাজে ভুল নিয়ম চলমান আছে যে স্ত্রী-স্বামীকে তালাক দিলে দেনমোহরের টাকা দিতে হবে না। আসলে এই ধারনাটি ভুল।
যদি কোনো স্ত্রী বিবাহবিচ্ছেদ চান, তাহলে তার সেই অধিকার রয়েছে। কাবিননামার ১৮ নম্বর কলামটিতে যদি স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করা হয়ে থাকে তাহলে তিনি সরাসরি স্বামীকে তালাক দিতে পারেন। আর ১৮ নম্বর কলামে যদি কোনো ক্ষমতা না দেওয়া থাকে, তাহলে আদালতে যেতে হয়। স্ত্রীর তালাকের ক্ষমতা না থাকলে পারিবারিক আদালতের মাধ্যমে তালাকের ডিক্রি নিতে হয়।
স্ত্রী যদি স্বামিকে তালাকের নোটিশ প্রদান করেন,তাহলে ধরে ধরে নিতে হবে কাবিননামার ক্ষমতাবলেই তিনি দিয়েছেন।
অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে, স্ত্রী যদি স্বেচ্ছায় কিংবা আগে তালাকের নোটিশ পাঠান, তাহলে দেনমোহর পরিশোধ করতে হবে না। এই ধারণা সঠিক না। স্ত্রী তালাক দিলেও তার মোহরানা পরিশোধ করতে হবে।
আপস… চেয়ারম্যান বা মেয়রের কাছে যে তারিখে নোটিশ পৌঁছাবে, সেদিন থেকে ৯০ দিন পর বিবাহবিচ্ছেদ বা তালাক কার্যকর হয়ে থাকে। এ নোটিশ পাওয়ার পর ৯০ দিনের মধ্যে সালিসি পরিষদ গঠন করে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়ে থাকে।
আবার কেউ যদি কাবিননামা জালিয়াতির করে দেন মোহরের টাকা বেশি দাবি করে সে ক্ষেত্রে তার বিরুদ্ধে জাল কাবিননামা তৈরির জন্য প্রতারণা ও জালিয়াতির মামলার সুযোগ রয়েছে। যদি কেউ মিথ্যা ও অবৈধ অর্থ লাভের আশায় জাল নিকাহনামা তৈরি করেন, সে ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করা যাবে। দণ্ডবিধির ৪৬৫ ধারায় জালিয়াতির শাস্তি সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি জালিয়াতি করেন, তাহলে ওই ব্যক্তি দুই বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডসহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।