×

ভিডিও

পাচারের টাকায় প্রতিবছর ৪-৫টি পদ্মা সেতু বানানো যেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম

   

বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে বেরিয়ে আসে তার বিভিন্ন দুর্নীতির তথ্য। আওয়ামী লীগের আমলে ১৫ বছর শাসনামলে কত টাকা বিদেশে পাচার করেছে আর এই টাকা দিয়ে কী করেছে শেখ হাসিনা এ তথ্য বেরিয়ে আসছে। 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান  একটি সেমিনারে বলেন, বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। তবে শেখ হাসিনার ১৫ বছরে শাসন আমলে সবমিলিয়ে কত টাকা পাচার হয়েছে, তার প্রকৃত হিসাব কোথাও নেই। তবে বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব  হবে কিনা আর হলেও প্রক্রিয়াটি সহজ নাকি জটিল প্রশ্নটি থেকেই যায়। 

প্রতি ডলার ১২০ টাকা হিসাবে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় ১ লক্ষ ৪৪ হাজার কোটি থেকে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা। অর্থাৎ পাচারের টাকায় প্রতিবছর ৪ থেকে ৫টি পদ্মা সেতু বানানো সম্ভব।

আইএমএফের কাছ থেকে ঋণ নিয়ে পতিত শেখ হাসিনা সরকার অস্ত্র কেনে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের রাজনৈতিক কোনো বৈধতা ছিল না। ঋণ দিলে সে অর্থ জনগণের কাজে আসবে না। এসব জানা সত্ত্বেও আইএমএফ সরকারকে কেন ঋণ দিয়েছিল সে প্রশ্ন তোলা প্রয়োজন। এসব ঋণের টাকা শুধু অপব্যবহারই হয়নি, তা দিয়ে সরকার গুলি, বারুদ কিনেছেন ও সাধারণ মানুষের বিরুদ্ধে তা ব্যবহার করেছেন। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি বলেছেন ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন ডলার পাচার হয়েছে। কিন্তু বাস্তবে পাচারের পরিমাণ আরো বেশি। রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে  সরকারের সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত ও বাণিজ্যের আড়ালে প্রতিবছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার করেছে। 

দীর্ঘদিন ক্ষমতার বলয় প্রতিষ্ঠা ও বিভিন্ন প্রতিষ্ঠান দখলের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচার করা হয়েছে। এক্ষেত্রে রাজনীতি, আমলাতন্ত্র ও ব্যবসা এই ত্রিমুখী আঁতাত মৌলিক ভূমিকা রেখেছে। গত ১৫-১৬ বছরে যার চূড়ান্ত রূপ আমরা দেখেছি। এতে আমলাতন্ত্রকে কর্তৃত্ব দিয়েছে রাজনৈতিক শক্তি। আর তা বাস্তবায়নে ব্যবহার করা হয়েছে বিভিন্ন এজেন্সিকে। 

২০০৭ সালে পাচার হওয়া অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া হয় এবং পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে ২০১৩ সালে ৯ দশমিক ৩ বিলিয়ন বা ৯৩০ কোটি ডলার ফেরত আনা সম্ভব হয়েছিল। আর এখনো এই উদ্যোগ নিলে পাচার হওয়া টাকার পুরোটা না হলেও কিছু অংশ উদ্ধার করা সম্ভব হবে। এতে ভবিষ্যতে পাচার করার বেলায় সবাই সাবধান হয়ে যাবেন। পাশাপাশি অপরাধীদের বিচার নিশ্চিত করতেও সরকারকে এখন গুরুত্ব দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App