×

ভিডিও

মিরপুর এডিসি ক্যাম্পে অবৈধ গ্যাস, ভয়ে মুখ খোলেন না কেউ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পিএম

   

রাজধানী মিরপুর যেনো অবৈধ গ্যাস সংযোগের এক মহাখনী। কিছু দিন পর পর তিতাস ট্রান্সমিশন কোম্পানির পক্ষ থেকে অভিযান পরিচালনা করলেও কোনো ক্রমেই যেনো থামানো যাচ্ছে না এই অবৈধ গ্যাস সংযোগ। অলি গলি থেকে শুরু করে সবখানেই যেনো অবৈধ গ্যাসের ছড়াছড়ি।

এমনি এক গ্যাস সংযোগের সন্ধান মিলেছে মিরপুর এগারো নাম্বার এডিসি বিহারী ক্যাম্পে। যেখানে বসবাসকারী পরিবার গ্যাস সংকটে রান্না করতে পারছেন না সেখানে অবৈধ গ্যাসসংযোগে চলছে বিভিন্ন ধরনের কল কারখানা। ক্যাম্পের ভেতরে গিয়ে দেখা যায় ডায়িং কারখানা ও রঙের  দুইটি কারখানা রয়েছে।

যেখানে ক্যাম্পের অন্যান্য পরিবারগুলো গ্যাস সংকটে রান্না করতে পারছেন না সেখানে প্রকাশ্যে হর হামেশাই চলছে অবৈধভাবে বড় বড় মিল ফ্যাক্টরি। বড় বড় এসব মেশিনের পানি গরম করা হয় গ্যাসের মাধ্যমে। এই পানিতেই পরিষ্কার করা হয় সুতা জাতীয় দ্রব্য। পাশেই রয়েছে বরফের কারখানা সেখানেও অবৈধভাবে চলছে বরফ বানানোর কাজ।

কারখানার মালিক মাসিক মাশুয়ারা দিয়েই চালান ফ্যাক্টরির কাজ। নিজেও স্বীকার করেন যে, অবৈধ গ্যাস সংযোগে চালাচ্ছেন কারখানা কিন্তু কারা তার সাথে জড়িত এই বিষয়ে কিছুই বলতে চাননি।

রঙ ও সুতা কারখানার নির্গত গ্যাস ও ধোয়ায় এলাকাবাসি এখন অতিষ্ঠ। রাতে ঘুমানো থেকে শুরু করে দিনের বেলায়ও কষ্ট পোহাতে হয় এখানকার বাসিন্দাদের

এলাকাবাসী জানান, বছর খানেক আগেও এই কারখানায় গ্যাস লাইন লিক হয়ে দুর্ঘটনা ঘটে। অনেকে প্রাণে বেঁচে গেলেও ভয় যেনো কাটছে না এখানকার বাসিন্দাদের। কিছু বললেই নেতাদের ভয় দেখান উক্ত কারখানার জমির মালিকের।

মিরপুর এডিসি ক্যাম্পে প্রায় ১৬২টি টির মত ঘর রয়েছে আর প্রতিটি ঘরে ৭-৮ জনের মত সদস্য বসবাস করেন। কিন্তু সেখানে দিনের বেলায় এলাকাবাসীর বাসায় গ্যাস থাকে না আর পাশের কারখানায় গ্যাস দিয়ে চলে সুতো ও রংয়ের কাজ। 

ভুক্তভোগীরা বলেন, কিছু অসাধু মহল তিতাসের লোকদের যোগসাজশে লাইনগুলো সংযোগ দিচ্ছে। ফলে বৈধ লাইনদারিরা পাচ্ছে না গ্যাসের সুবিধা।

তিতাসের  পক্ষ থেকে অভিযান পরিচালনা কইলেও কোনো এক অদৃশ্য শক্তির ফলে আবারো সংযোগ দেওয়া হয় অবৈধ গ্যাস। ফলে দুর্ঘটনা ঘটে অহরহ। তাই দ্রুত অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করে প্রকৃত সংযোগে গ্যাস দিয়ে সহযোগিতার জোড় দাবি এলাকাবাসীর। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App