অভিষেকের সঙ্গে পরকীয়ার বিষয়ে অবাক তথ্য ফাঁস করলেন নিমরত

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১১:২৭ এএম
বিবাহবিচ্ছেদ হতে চলেছে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাইয়ের। যদিও এখন পর্যন্ত তাদের মধ্যে কেউ কোনও মন্তব্য করেননি। আর এই ডিভোর্স জল্পনার মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরেক অভিনেত্রীর নাম। তিনি হলেন অভিষেক বচ্চনের ‘দশভি’ সিনেমার নায়িকা নিমরত কৌর।
শোনা যাচ্ছে, অনেক দিন হলো নিমরত এবং অভিষেক সম্পর্কে জড়িয়েছেন। তাদের গোপন সম্পর্কের কথা নাকি ঐশ্বরিয়ার কানে যেতেই অভিনেত্রী বাড়ি ছেড়েছেন মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে। আর এই বিতর্কে এবার নাম জড়ালেন বিগ বস্ অমিতাভ বচ্চনও। শোনা যাচ্ছে, পুত্র অভিষেক বচ্চনের এই পরকীয়াকে মেনে নিয়েছেন পিতা অমিতাভ বচ্চন। তার সঙ্গে কথা বলে নাকি এমনটাই আন্দাজ করেছেন অনেকেই। কিন্তু আচমকা কেন এমনটা মনে হল সবার?
শোনা যাচ্ছে, অভিনেত্রী নিমরতকে নাকি উপহার পাঠিয়েছিলেন অমিতাভ বচ্চন। সত্যিই কি তাই? নিমরতকে উপহার পাঠানোর কথা একেবারেই সত্যি। তবে এটা পুরনো ঘটনা। ‘দশভি’ সিনেমাতে নিমরতের অভিনয় দেখে মুগ্ধ হন অমিতাভ। তাই সৌজন্যের খাতিরে তার অভিনয়ের প্রশংসা স্বরূপ ফুল পাঠান তিনি।
এদিকে সামাজিক মাধ্যমে নিমরত কৌরকে নিয়ে চলছে একের পর এক ট্রলিং। অবশেষে এসব বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন সম্পর্কে মানুষের অনধিকার চর্চা নিয়ে ক্ষোভ ঝাড়েন নিমরত। তিনি বলেন, আমি যা-ই করি মানুষ মন্তব্য করবেই তাদের ইচ্ছে মতো। অভিষেকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নিমরত কৌর বলেন, এমন কোনো গুঞ্জনই নেই। আমি মন দিয়ে নিজের কাজ করছি। তার বিরুদ্ধে চলা অনবরত ট্রলিং নিয়েও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। তিনি এখন শুধু কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।
নিমরত কৌর ২০২২ সালে ‘দসভি’ সিনেমায় অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয়কালে ঐশ্বরিয়া-অভিষেকের বিয়ের বয়স ১৫ বছর চলছিল সেসময়। এ কথা শুনে খানিকটা অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসাও করেছিলেন তিনি। নিমরত অবাক হয়ে বলেছিলেন, ১৫ বছর! এই কথা শুনে অভিষেক মন্তব্য করেন, হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২। তখন নিজের অবাক হওয়ার ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, ‘অসাধারণ’।
আসলে এই মুহূর্তে যেহেতু অভিষেক এবং ঐশ্বরিয়া রাইয়ের বিবাহবিচ্ছেদের আলোচনা তুঙ্গে। তাই বচ্চন পরিবার সম্পর্কিত নানা খবর বার বার ঘুরে ফিরে আসছে টলিপাড়ায়। এই যেমন সম্প্রতি ভাইরাল হয়েছে ঐশ্বরিয়া রাইয়ের একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে তিনি জানিয়ে ছিলেন তার বাড়িতে এসেছে একগুচ্ছ উকিলের চিঠি। ডিভোর্স বিতর্কের আবহে নায়িকার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসলে তা নিয়েও আলোচনা কম হয়নি। তবে সেই সাক্ষাৎকারও ছিল অনেক দিনের পুরনো। তবে ঐশ্বরিয়া রাই এবং অভিষেকের সম্পর্ক ঠিক কোন দিকে গড়াচ্ছে তা সময়ই বলবে।