ভিক্ষুকমুক্ত গ্রাম গড়ার ব্যতিক্রমী উদ্যোগ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পিএম
সবুরা বেগম, বয়স আশি বছর। এই বয়সেও লাঠিতে ভর দিয়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ শরীর নিয়ে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে বেড়াচ্ছেন। অনেকটা মানবেতর জীবন যাপন করছেন তিনি।
সবুরা বেগমের মতো অসংখ্য সবুরা ভিক্ষা করে মানবেতর জীবনযাপন করছেন। এদের খুঁজে বের করে ভিক্ষামুক্ত জীবন উপহার দিতে কাজ করে যাচ্ছে উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশন।
বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি, রাজাপুর,দৌলতপুর, বেলকুচি সদর, ধুকুরিয়াবেড়া ও বরধুলসহ মোট ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক হতদরিদ্র ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করার জন্য এলাকার সেচ্ছাসেবীদের সহায়তায় কাজ করছে উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশন।
পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার দানশীল ব্যক্তিদের অনুদানের অর্থ সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি গ্রামকে ভিক্ষুক মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশন এর সমন্বয়কারীরা।
ভিক্ষুক মুক্ত দেশ গড়তে হত দরিদ্র এসব মানুষের পাশে দাঁড়ানোর আহবান সাধারণ জনগণের।
উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ আলী জানান, ভিক্ষুকরা সমাজেরই মানুষ বা কারো না আপনজন। সবার উচিত বিবেকের তারণায় এসব মানুষের পাশে দাঁড়ানো।
উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের প্রশংসা করে সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মোঃ আনিসুর রহমান বলেন, বেলকুচি উপজেলার ছয়টি ইউনিয়নের ভিক্ষুকদের তালিকা প্রণয়নের জন্য সরকারের পাশাপাশি নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।