সাদিয়ার নাভিকাণ্ড থেকে ভূতকাণ্ড, আলোচনার কেন্দ্রবিন্দু হতেই কি এতকিছু?

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পিএম
নাভিইস্যু থেকেই রীতিমত আলোচনার তুঙ্গে রয়েছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি একটি নাটকের প্রমোশনের জন্য তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে এসে ভূতজনিত কারণে সবার কাছে সাহায্য চেয়ে কান্নাকাটি জুড়ে দেন। প্রমোশনের জন্য এমনটি করেছেন জানার পর নেটিজেনরা রীতিমত তাকে তুলোধুনো করতে শুরু করে দেন। নাভিইস্যুর পর আবারো নতুন করে বিপাকে পড়ে যান এই অভিনেত্রী।
নাভিইস্যুতে সাংবাদিকের চাকরিচ্যুত হওয়ার ঘটনায় নিজের সহকর্মী থেকে শুরু করে তার ফ্যান ফলোয়ারদের কাছে অনেক সমালোচিত হয়েছিলেন তিনি। সাদিয়া দাবি করেছিলেন তার অগোচরেই সাংবাদিক তার ভিডিও ধারণ করেন। কিন্তু পরবর্তীতে জানা যায় এই ভিডিও ধারইণ বিষয়ে তিনি ভালোভাবেই অবগত ছিলেন। আর এতেই বিপাকে পড়েন তিনি।
নাভিইস্যুর পরপরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ভাইরাল করতে শুরু করেন তার নাটকের আপত্তিকর কিছু দৃশ্য। সেই ভিডিওগুলোর কমেন্টসে রীতিমত সমালোচনার ঝড় বইয়ে দেন নেটিজেনরা। নেটিজেনরা দাবি করেন সাদিয়া আয়মান ধোয়া তুলসি পাতা নন, ভাইরাল হতেই এভাবে সাংবাদিকের বিরুদ্ধে আশ্রয় নিয়েছিলেন তিনি।
আবারও নতুন করে ভাইরাল হওয়ার বিষয়টি নেটিজেনরা তুলে ধরছেন। তার লাইভে কান্নাকাটির বিষয়টি ব্যখ্যা করে নেটিজেনরা বলছেন ভাইরাল হতে এরকম অভিনব পন্থা ব্যবহার করছেন সাদিয়া আয়মান। তারা বলছেন ভাইরাল হতে মিথ্যার আশ্রয়ে একজন অভিনেত্রীর এরকম লাইভে এসে কান্নাকাটি করাটা কখনোই গ্রহনযোগ্য নয়।
এরইমধ্যে সাদিয়া আয়মান তার কৃতকর্মের জন্য ফেসবুকে একটি পোষ্ট দিয়ে ক্ষমাও চেয়েছেন। তিনি লিখেছেন, প্রিয় ভালবাসার দর্শক, আশা করি প্রিয়জনের সাথে ভাল আছেন। দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কন্টেন্ট প্রমোশনের লাইভ নিয়ে আমার উপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি । সত্যিকার অর্থে লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেতো।
এরপর অভিনেত্রী জানান, লাইভে এসে এরকম মিথ্যা স্পর্শকাতর অভিনয় করার প্রস্তাবে তিনি প্রথমে না করেছিলেন। ভবিষ্যতে এরকম স্পর্শকাতর বিষয়ে তিনি আরো দায়িত্বশীল থাকবেন বলেও জানান তিনি। তবে নাভিকাণ্ড থেকে ভূতকাণ্ড বিষয়টি দর্শকরা পরবর্তীতে কীভাবে নেবেন সেটিই এখন দেখার বিষয়। তবে আলোচনায় থাকার জন্য তিনি যে পন্থাগুলো অবলম্বন করেছেন সেটিতে সফল হয়েছেন বলাই যায়।