×

ভিডিও

লুৎফুজ্জামান বাবরের ইতিহাস অ্যাকশন সিনেমাকেও হার মানায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০২:১৬ পিএম

   

অ্যাকশন হিরোর দাপটে যেমন একটি সিনেমা ব্লক বাস্টার হয়, তেমনি এ দেশের রাজনীতিতেও এক দোর্দণ্ড প্রতাপশালী নেতার ইতিহাস পাওয়া যায়। এমনকি ভারত সরকারের অন্তর কাঁপিয়ে দেয়া এক আতঙ্ক তিনি। এক সময় এ দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা এই ডানপিটে নেতার নাম লুৎফুজ্জামান বাবর। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

বিগত ১৫টি বছর ধরে কারাগারের চার দেয়ালে বন্দী থেকে অন্তরের সমস্ত জোশ মাটি চাপা দিয়ে রেখেছেন এই ডাকসাইটে নেতা। তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে ২০২১ সালের অক্টোবরে- দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেয়ার সময়। এখন তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। 

তবে নতুন খবর হলো- গেল ২৩ অক্টোবর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বিশেষ জজ আদালতের দেওয়া ৮ বছরের কারাদণ্ড বাতিল করে নতুন রায় দিয়েছেন আদালত। ২০২১ সালের অক্টোবরে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেছিলেন।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ তার বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ২০০৪ সালের ২১ আগস্টে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি।

ভারতের- অরুণাচল, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্যকে একত্রে সেভেনে সিস্টার্স বলা হয়। অনেকেই মনে করেন, সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। চীন-পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়েও বেশি ক্ষতি করেছেন বাবর।

মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল সেভেন সিস্টার্স। আর এই ইস্যুতে ২০০৪ সালে সেভেন সিস্টার্সে চলমান গৃহযুদ্ধে সেখানকার আন্দোলনকারীদের কাছে অস্ত্র -গোলাবারুদ, রকেটের লঞ্চারে ভর্তি ১০টি ট্রাক পাঠাতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি। এই ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের বিষয়ে সেসময় চরম অস্বস্তিতে পড়েছিল বেগম খালেদা জিয়ার সরকার।

অস্ত্র উদ্ধারের সেই ঘটনার পর থেকে ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের সম্পর্কে মরিচা ধরতে শুরু করে। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে বিএনপি সরকার। তবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সেই অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছিলেন- কেউ হয়তো এতো অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার করে নাশকতা সৃষ্টির জন্য এনেছে।

২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাশালী হয়ে ওঠেন, তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App